কলকাতা, 12 এপ্রিল : 'দাদাগিরি'-র সিজন ৯ চলছে। দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে গেল। এই বছরের থিম 'হাত বাড়ালেই বন্ধু হয়'। তবে এ বছরে সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের সঙ্গে সবচেয়ে বন্ধুত্ব জমেছে ছোটদের । ক্রিকেটার নয়, খুদেদের কাছে তিনি শুধুই 'দাদাগিরি'-র সঞ্চালক, প্রিয় 'দাদা'। এবার বর্ষবরণের স্পেশ্যাল এপিসোডেও দেখা যাবে একই ছবি (Dadagiri Special Episode On Bengali New Year) ৷ বলা বাহুল্য, এবছর অনেক বেশি খুদেদের নিয়ে এপিসোড হয়েছে 'দাদাগিরি'তে । ছোটদের সঙ্গে দারুণ ভাবে মিশে গিয়েছেন 'দাদা' ।
খুদেরাও ভীষণ খুশি । লকডাউনে তারা ঘরবন্দি হয়ে পড়েছিল । হারাতে বসেছিল তাদের শৈশব । একপ্রকার দমবন্ধকর অবস্থায় দিন কাটছিল ওদের । এরকম অবস্থায় 'দাদাগিরি'-র মঞ্চ যেন খুদেদের কাছে খোলা মাঠ । প্রাণখুলে খেলার মাঠে তাদের সঙ্গী স্বয়ং সৌরভ । অবশ্য সেদিকে খুদেদের ভ্রূক্ষেপ নেই । এইসব খুদেদের কাছে সৌরভ তাই শুধুই দাদাগিরির 'দাদা'।