মুম্বই, 18 অগস্ট:সম্প্রতি সামনে এসেছে 'কফি উইথ করণ 7'-এর আরেকটি নতুন পর্বের প্রোমো ৷ এবার করণ জোহরের সোফায় বসে কফি খেতে এলেন দুই পঞ্জাবি মুণ্ডে ভিকি কৌশল এবং সিদ্ধার্থ মালহোত্রা ৷ স্বাভাবিক ভাবেই তাঁদের ব্যক্তিগত জীবনের বেশ কিছু সত্যি খুঁড়ে বার করার চেষ্টা করেছেন করণ ৷
এখনও পর্যন্ত তাঁদের সম্পর্ক নিয়ে সেভাবে মুখ খোলেননি সিদ্ধার্থ মালহোত্রা বা কিয়ারা আদবানি কেউই ৷ অথচ 'শেরশাহ' ছবিটি রিলিজ করার পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন চলেছে ৷ লুকোচুরি খেলে চলেছেন তাঁরাও ৷ তবে এবার করণের প্রশ্নের জালে যেভাবে জড়িয়েছেন সিদ্ধার্থ তাতে বাধ্য হয়ে ঘুর পথে হলেও সত্যিটা স্বীকার করে নিয়েছেন তিনি ৷
আসলে করণ সিদ্ধার্থকে একটি ভিডিয়ো দেখান যেটি তাঁর আগামী পর্বের কিছুটা অংশ ৷ এই পর্বে শাহিদ কাপুরের সঙ্গে শোয়ে আসবেন কিয়ারা ৷ সেখানেও কিয়ারাকে সিদ্ধার্থ সংক্রান্ত প্রশ্ন করতে ছাড়েননি করণ ৷ সেখানে কিয়ারাকে এও বলতে শোনা যায় ‘আমি আর সিদ্ধার্থ নিঃসন্দেহে বন্ধুর চেয়ে বেশি কিছু’। সরাসরি সিদ্ধার্থের নাম না নিলেও তিনি পরিষ্কারই জানান আগামীতে বিয়ে করার সম্পূর্ণ ইচ্ছা রয়েছে তাঁর তবে সেই পরিকল্পনা 'কফি উইথ করণ'-এ এসে ফাঁস করার কোনও ইচ্ছা নেই তাঁর ৷ এই ভিডিয়ো দেখানোর পর সিদ্ধার্থের প্রতিক্রিয়া নিতে চেয়েছিলেন করণ । সিদ্ধার্থ বলেন,'করণ তুমি ওকে এত বিরক্ত করলে কেন'।