পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Sidharth on Kiara করণের সোফায় কফি খেতে খেতে কিয়ারাকে নিয়ে মুখ খুললেন সিদ্ধার্থ - करण जौहर और कियारा आडवाणी

এবার করণ জোহরের সোফায় বসে কফি খেতে এলেন দুই পঞ্জাবি মুণ্ডে ভিকি কৌশল এবং সিদ্ধার্থ মালহোত্রা ৷ আর এই শোয়েই কিয়ারার সঙ্গে সম্পর্কের ব্যাপারে সিলমোহর প্রায় দিয়েই দিলেন সিদ্ধার্থ (Sidharth Malhotra and Kiara Advani Relationship )৷

Sidharth on Kiara
করণের সোফায় কফি খেতে বসে কিয়ারাকে নিয়ে মুখ খুললেন সিদ্ধার্থ

By

Published : Aug 18, 2022, 2:02 PM IST

মুম্বই, 18 অগস্ট:সম্প্রতি সামনে এসেছে 'কফি উইথ করণ 7'-এর আরেকটি নতুন পর্বের প্রোমো ৷ এবার করণ জোহরের সোফায় বসে কফি খেতে এলেন দুই পঞ্জাবি মুণ্ডে ভিকি কৌশল এবং সিদ্ধার্থ মালহোত্রা ৷ স্বাভাবিক ভাবেই তাঁদের ব্যক্তিগত জীবনের বেশ কিছু সত্যি খুঁড়ে বার করার চেষ্টা করেছেন করণ ৷

এখনও পর্যন্ত তাঁদের সম্পর্ক নিয়ে সেভাবে মুখ খোলেননি সিদ্ধার্থ মালহোত্রা বা কিয়ারা আদবানি কেউই ৷ অথচ 'শেরশাহ' ছবিটি রিলিজ করার পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন চলেছে ৷ লুকোচুরি খেলে চলেছেন তাঁরাও ৷ তবে এবার করণের প্রশ্নের জালে যেভাবে জড়িয়েছেন সিদ্ধার্থ তাতে বাধ্য হয়ে ঘুর পথে হলেও সত্যিটা স্বীকার করে নিয়েছেন তিনি ৷

আসলে করণ সিদ্ধার্থকে একটি ভিডিয়ো দেখান যেটি তাঁর আগামী পর্বের কিছুটা অংশ ৷ এই পর্বে শাহিদ কাপুরের সঙ্গে শোয়ে আসবেন কিয়ারা ৷ সেখানেও কিয়ারাকে সিদ্ধার্থ সংক্রান্ত প্রশ্ন করতে ছাড়েননি করণ ৷ সেখানে কিয়ারাকে এও বলতে শোনা যায় ‘আমি আর সিদ্ধার্থ নিঃসন্দেহে বন্ধুর চেয়ে বেশি কিছু’। সরাসরি সিদ্ধার্থের নাম না নিলেও তিনি পরিষ্কারই জানান আগামীতে বিয়ে করার সম্পূর্ণ ইচ্ছা রয়েছে তাঁর তবে সেই পরিকল্পনা 'কফি উইথ করণ'-এ এসে ফাঁস করার কোনও ইচ্ছা নেই তাঁর ৷ এই ভিডিয়ো দেখানোর পর সিদ্ধার্থের প্রতিক্রিয়া নিতে চেয়েছিলেন করণ । সিদ্ধার্থ বলেন,'করণ তুমি ওকে এত বিরক্ত করলে কেন'।

আরও পড়ুন:শেষ পর্ব পর্যন্ত খড়কুটো দেখার আর্জি গুনগুনের

করণ কিয়ারাকে আগেই জানিয়েছিলেন তিনি তাঁর বিয়েতে 'ডোলা ডোলা' গানে নাচতে চান ৷ সিদ্ধার্থকেও তিনি বলেন, বিয়ের নিমন্ত্রণ না পেলে তাঁকে কষিয়ে চড় মারবেন ৷ তবে সিদ্ধার্থ সঙ্গে সঙ্গেই উত্তর দেন, "এমনটা কখনওই হবে না ৷" একইসঙ্গে তাঁর এবং কিয়ারার সম্পর্ক নিয়ে সবকিছু খুলে না বললেও তিনি নিজের বিয়ে নিয়ে বলেন, "দেখা যাক...আসলে সবাই একটা সাজানো গোছানো ভবিষ্যত চায় ৷ তবে তোমার আশির্বাদ আমাদের সঙ্গে আছে জেনে ভাল লাগল ৷"

আর এই শুনেই নেটপাড়া বলছে কিয়ারার সঙ্গে সম্পর্কের ব্যাপারে সিলমোহর দিয়েই দিয়েছেন তিনি (Sidharth Malhotra and Kiara Advani Relationship) ৷ আর এটাও মনে রাখতে হবে এখনও পর্যন্ত শুধু প্রোমো প্রকাশ্যে এসেছে । আর তাতেই মাথাচাড়া দিয়েছে তর্ক-বিতর্ক এবং জল্পনা । সুতরাং এটা বলাই যায় সম্পূর্ণ শো-টি সম্প্রচারিত হওয়ার বিতর্ক আরও বড় আকার নেবে ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details