সরোদে মন ভোলালেন সৌম্য বন্দ্যোপাধ্যায় কলকাতা, 17 অগস্ট:বাংলা টেলিভিশনের বেশ জনপ্রিয় মুখ সৌম্য বন্দ্যোপাধ্যায় । 'অগ্নিপরীক্ষা' থেকে 'নিশির ডাক', 'অনুরাগের ছোঁয়া', 'বিয়ের ফুল'-সহ একাধিক ধারাবাহিক রয়েছে তাঁর ঝুলিতে । এ ছাড়াও ওটিটিতে 'একেন বাবু' সিরিজে একসময় তিনি ছিলেন গোয়েন্দার ছায়াসঙ্গী ৷ বাপি বা বাপ্পাদিত্যর চরিত্রে তাঁর অভিনয় বেশ নজর কড়ে । এবার মঞ্চে ফেলুদার ভূমিকায় দেখা যাবে সৌম্যকে। অভিনয়ের পাশাপাশি সরোদও খুব প্রিয় বাজনা সৌম্যর ৷ ফেলুদা চরিত্রে অভিনয়ের আগে এবার সেই নিয়েই মেতে উঠলেন তিনি ৷
সম্প্রতি এক ঘরোয়া অনুষ্ঠানে সৌম্যর এই প্রতিভাটি প্রকাশ্যে এল ৷ 'ইতি রঞ্জন' শীর্ষক একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেখা গেল অভিনেতাকে ৷ রবীন্দ্র সঙ্গীত, পাঠ, এবং অভিনয় দিয়ে সাজানো এই অনুষ্ঠানে ঘরোয়া পরিবেশে তুলে ধরা হয় আজকের পৃথিবীতে রবীন্দ্রনাথ কতটা প্রাসঙ্গিক? এখনকার সময়ে লাবণ্য, মৃণাল, নন্দিনী, এলারা ঠিক কেমন হত, কেমন করে বাঁচত, কী বলত তারা? চলার পথে ওদের সেদিনের সেই জীবনযুদ্ধ, রোজকার লড়াই, বাঁধনমুক্তি, সেগুলি কি আজও প্রাসঙ্গিক? নাকি শুধু সমস্যাগুলোর চরিত্র বদলেছে ? সেই প্রসঙ্গই উঠে এল অনুষ্ঠানে ৷
অনুষ্ঠানে গান গাইলেন ড: মৌসুমী বন্দ্যোপাধ্যায় ৷ সরোদ বাজান সৌম্য বন্দ্যোপাধ্যায়, পাঠেও ছিলেন সৌম্য এবং মৌসুমী । গিটার, সংগীতায়োজনে অর্ঘ্যকমল চট্টোপাধ্যায় । কিবোর্ড বাজান দেবাশিস সাহা আর তবলায় গৌতম চৌধুরী । সমগ্র ভাবনায় রয়েছেন ড: মৌসুমী বন্দ্যোপাধ্যায় । আর নির্দেশনায় ড: রাজীব চক্রবর্তী ।
সৌম্য বন্দ্যোপাধ্যায়ের অভিনয় কেরিয়ারে জুড়তে চলেছে আরেকটি চরিত্র ৷ তা হল ফেলুদা । তবে পর্দায় নয় ৷ সহজ কথায়, রহস্য সমাধানে ফেলুদা এবার মঞ্চে! সত্যজিৎ রায়ের গল্প অবলম্বনে কলকাতার অঙ্কুর নাট্যদলের প্রথম নিবেদন ফেলুদাকে নিয়েই । সৌম্য বলেন, "ফেলুদা এবার সরোদও বাজাবে । (একটু হেসে) আসলে আমি ছোট থেকেই গানবাজনা শিখেছি । দুর্গাপুরে জন্ম আর বেড়ে ওঠা । ওখানে সরোদ শেখানোর মতো কেউ ছিল না । 2019 সালে জীবনের নানান টানাপোড়েনের মাঝে সরোদ শেখার সুযোগ হয় । আজও ভালো লাগার জায়গা এই সরোদ ।"
আরও পড়ুন:প্রি বার্থডে সেলিব্রেশনে ফ্যানেদের সঙ্গে জমিয়ে নাচ তিয়াসার, জন্মদিনে শোনা গেল প্রেমের গুঞ্জনও
মঞ্চের পাশাপাশি ওয়েবে সিরিজেও সমান দাপটের সঙ্গে অভিনয় করে চলেছেন সৌম্য ৷ 'নষ্টনীড়' তাঁর সাম্প্রতিক ওয়েব সিরিজ । সেখানে তিনি জুটি বেঁধেছিলেন সন্দীপ্তা সেনের সঙ্গে । আর তাতেও বেশ নজর কেড়েছিল সৌম্যর অভিনয় ৷