কলকাতা, 15 অগস্ট:সোশাল মিডিয়ার যুগে সবই আজ লাইক, কমেন্ট, শেয়ারের হাতে বন্দি । আর যদি নেটপাড়ায় কোনও গান বা অন্য কোনও সৃজনশৈলি ভাইরাল হল, তা হলে তো আর কথাই নেই । এক লহমায় সেলেব স্টেটাসধারী হওয়ার স্বপ্নপূরণ । প্রশ্ন ওঠে বারবার টেলিভিশনের রিয়ালিটি শো'গুলোও কি সোশাল মিডিয়ার অঙ্গুলিহেলনেই চলে?
সম্ভবত, অনুষ্ঠানগুলির উপর সরাসরি প্রভাব ফেলতে পারে না সোশাল মিডিয়া । তবে প্রতিযোগীদের ফ্যান পেজ থেকে শুরু করে কোনও এপিসোড কিংবা কোনও প্রতিযোগীর গানের রিভিউ, সবই উঠে আসে নেটপাড়ায়। মুক্তকণ্ঠে সমালোচনা হয় সেখানে। বলতে দ্বিধা নেই সামাজিক মাধ্যমে প্রশংসা কুড়িয়ে কারও কলার উঁচু হয়, কেউ বা ভেঙে পড়েন নিজের সমালোচনা দেখে (Shantanu And Manomay on Constants of SaReGaMaPa)। এতে আদতে ক্ষতি হয় পারফরম্যান্সেরই ৷ আর সব দেখেশুনে সঙ্গীতশিল্পী শান্তনু মৈত্র বলেন, "প্রতিযোগীদের মাথা ঠাণ্ডা করে এবং সোশাল মিডিয়ার দিকে না তাকিয়ে গান গেয়ে যেতে হবে ৷"