পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Shahid Kiara on KWK7 সিদ্ধার্থ কিয়ারার বিয়ে নিয়ে কি বড় ইঙ্গিত দিলেন শাহিদ

বলি তারকা শাহিদ কাপুর এবং কিয়ারা আদবানি এবার কফি খেতে আসছেন করণের শোয়ে (Shahid Kapoor and Kiara Advani on KWK) ৷ শোয়ের প্রোমোতেই দেখা গেল কিয়ারার পেট থেকে সিদ্ধার্থ মালহোত্রা এবং তাঁর সম্পর্ক সংক্রান্ত কথা বের করে আনতে হাতে হাত মেলাচ্ছেন শাহিদ এবং করণ (Shahid on Sidharth and Kiara romance )৷

Shahid Kiara on KWK7
সিদ্ধার্থ কিয়ারার বিয়ে নিয়ে কি বড় ইঙ্গিত দিলেন শাহিদ

By

Published : Aug 22, 2022, 1:21 PM IST

মুম্বই, 22 অগস্ট: বলি তারকা শাহিদ কাপুর এবং কিয়ারা আদবানি এবার কফি খেতে আসছেন করণের শোয়ে ৷ মুক্তি পেল এই পর্বের প্রোমো ৷ কফি উইথ করণ-এর এই নতুন পর্বের প্রোমো ইতিমধ্যেই বেশ আগ্রহ জাগিয়ে তুলেছে দর্শকদের মধ্যে ৷ এই ছোট্ট ঝলকেই সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদবানিকে নিয়ে বেশ বড় ঘোষণা করে দিয়েছেন শাহিদ(Shahid Kapoor and Kiara Advani) ৷

এই ভিডিয়োতে করণের সঙ্গে রীতিমতো মজায় মেত উঠেছেন 'কবির সিং' ছবির অনস্ক্রিন তারকা জুটি ৷ তবে কিয়ারার পেট থেকে সিদ্ধার্থ মালহোত্রা এবং তাঁর সম্পর্ক সংক্রান্ত কথা বের করে আনতে হাতে হাত মেলাতে দেখা যাবে শাহিদ এবং করণকে ৷ মিস কিয়ারা কিন্তু মোটেই কম যাননা ৷ তিনি ভালই জানেন 150 কিমি গতিবেগে ধেয়ে আসা বাউন্সারকে কীভাবে মাঠের বাইরে পাঠাতে হয় ৷ কার্যত দু'জনকেই এদিন মাঝামাঝি ঝুলিয়ে রেখেছেন কিয়ারা ৷ কারণ সিদ্ধার্থের সঙ্গে ডেটিং সংক্রান্ত বিষয়ে তিনি হ্য়াঁ যেমন হ্যাঁ বলেননি নাও বলেননি ৷

ভিডিয়োর শেষদিকে শাহিদকে সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে সম্পর্কেও অর্থবহ ইঙ্গিত দিতে দেখা গিয়েছে ৷ সিদ্ধার্থ এবং কিয়ারার সম্পর্ক সংক্রান্ত জল্পনা একটি বারুদের স্তুপ হলে এদিন তাতে অগ্নি সংযোগ করে দিয়েছেন অভিনেতা ৷ তিনি পরিষ্কার বলেন,"এই বছরের শেষ নাগাদ একটি বড় ঘোষণার জন্য প্রস্তুত থাকুন এবং এটি কোনও সিনেমা নয়। (Shahid on Sidharth and Kiara romance )" তাঁর এই কথা শোনার পরেই নেটিজেনদের অনুমান সিদ্ধার্থ-কিয়ারার সাত পাকে বাঁধা পড়ার দিনক্ষণ নিয়েই ইঙ্গিত দিয়ে গেলেন শাহিদ ৷

আরও পড়ুন:মালতীকে নিয়ে ফের ক্যামেরার সামনে প্রিয়াঙ্কা, কী বললেন করিনা ও অনুষ্কারা

এর আগে করণের সোফায় কফি হাতে বসেছিলেন সিদ্ধার্থ মালহোত্রা এবং ভিকি কৌশল ৷ সেখানেও সিদ্ধার্থকে এই ধরণের প্রশ্নের মুখে পড়তে হয়েছে ৷ আসলে মিডিয়া রিপোর্ট বলছে প্রায় তিন বছর ধরে একে অপরের সঙ্গে ডেটিং করছেন কিয়ারা-সিদ্ধার্থ ৷ তবে এখনও কেউই সংবাদ মাধ্যমের সামনে এই কথা খুলে বলেননি (Sidharth and Kiara romance )৷

ABOUT THE AUTHOR

...view details