কলকাতা, 24 নভেম্বর: "বেশি ওজনের মেয়ের বিয়ে হওয়া সমস্যার...", এই কথা লোকমুখে প্রচলিত । বহু স্বাস্থ্যবতী মেয়েকে পাত্রপক্ষ বাতিল করে দেওয়ার ঘটনাও আকছারই ঘটে। একই কথা শ্যামলা মেয়েদের ক্ষেত্রেও প্রযোজ্য । এহেন সব বিষয় নিয়ে গল্পও বাঁধা হয় সিনেমা, সিরিয়ালে। 'সোহাগ চাঁদ' তারই মধ্যে একটি । একজন প্লাস সাইজ মেয়ের জীবনে ঘটতে থাকা নানান কাহিনি সম্বল করেই আসছে এই ধারাবাহিক(Sanghasri and Arijita Share Their Thoughts)।
এই গল্প সমাজে ঠিক কীরকম প্রভাবে ফেলতে পারে, তা নিয়ে একান্ত আড্ডায় অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায় এবং সঙ্ঘশ্রী সিনহা মিত্র (Sanghasri and Arijita on Sohag Chand)। অরিজিতা এবং সঙ্ঘশ্রী কেউই অভিনয় করছেন না এই ধারাবাহিকে ৷ তবে এই ধারাবাহিকের সাংবাদিক সম্মেলনে যোগদান করেন তাঁরাও ৷ কারণ একটাই স্থুলকায় বলে 'বডি শেমিং'-এর শিকার হন এই দুই অভিনেত্রীও ৷ মাঝে মাঝে শুনতে হয় নানা কটাক্ষ ৷ আর তাই সোহাগের গল্প যা সমাজের বদ্ধমূল ধারণায় আঘাত করতে চলেছে তাকে সমর্থন জানাতেই তাঁদের এখানে আসা বলে জানান দুই অভিনেত্রী (Sanghasri and Arijita on Sohag Chand)৷