পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

মনের মানুষ সৌম্যর সঙ্গে নতুন পথ চলা শুরু করলেন সন্দীপ্তা - সৌম্যর সঙ্গে নতুন পথ চলা শুরু করলেন সন্দীপ্তা

sandipta sen weds Soumya Mukherjee: মনের মানুষ সৌম্য মুখোপাধ্য়ায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন সন্দীপ্তা সেন ৷ সাবেকি সাজে সেজে নতুন পথ চলা শুরু করলেন নায়িকা ৷

sandipta sen weds Soumya Mukherjee
সৌম্যর সঙ্গে নতুন পথ চলা শুরু করলেন সন্দীপ্তা

By ETV Bharat Bangla Team

Published : Dec 7, 2023, 9:02 PM IST

Updated : Dec 7, 2023, 9:59 PM IST

কলকাতা, 7 ডিসেম্বর:অবশেষে মনের মানুষের সঙ্গে প্রেমের বন্ধনে বাঁধা পড়লেন সন্দীপ্তা সেন ৷ ওটিটি আর ছোটপর্দা ছাড়িয়ে এখন বড় পর্দাতেও দাপিয়ে কাজ করছেন এই অভিনেত্রী ৷ বিয়ের কথা আগেই জানিয়েছিলেন নায়িকা ৷ 7 ডিসেম্বর সেই পরিকল্পনা মাফিক হয়ে গেল মালা বদল ৷ দীর্ঘ দিনের প্রেমিক সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন তিনি ৷ সাবেকি সাজে নববধূ রূপে পথ চলা শুরু করলেন টলি ইন্ডাস্ট্রির ব্যস্ত অভিনেত্রী ৷

এর আগে নিজেই গায়ে হলুদ পর্বের কিছু ভিডিয়ো ও ছবি শেয়ার করেছিলেন নায়িকা ৷ নায়িকাকে দেখা গিয়েছিল বাসন্তি রঙের শাড়িতে ৷ বান্ধুবীদের সঙ্গে হলুদুপর্বের বেশকিছু দৃশ্য অনুরাগীদের সঙ্গে আজ ভাগ করে নিয়েছেন তিনি ৷ আর এবার এল সেই কাঙ্খিত মুহূর্ত ৷ গোলাপি রঙের বেনারসি আর সাবেকি সাজে সাতপাকে বাঁধা পড়লেন নায়িকা ৷

গায়ে হলুদে মেতেছেন সন্দীপ্তা

অন্যদিকে সৌম্যকে দেখা গেল প্যাস্টেল রঙের শেরওয়ানি আর সাদা বাহারি ধুতিতে ৷ সৌম্যর সঙ্গে নায়িকার সম্পর্ক বেশ কয়েক বছরের ৷ প্রথম প্রথম গোপনীয়তা বজায় রাখলেও পরের দিকে আর সম্পর্ক নিয়ে কোনও লুকোচাপা করেনি এই জুটি ৷ সন্দীপ্তার সঙ্গে বেশকিছু ট্রিপে দেখা গিয়েছে সৌম্যকে ৷ কয়েকদিন আগে তাঁদের বাগদানের ভিডিয়োও নায়িকা শেয়ার করেছিলেন তাঁর সোশাল মিডিয়া হ্যান্ডেল ৷ বাগদানের দিন তিনি সেজেছিলেন সাদা রঙের পোশাকে ৷ আর এবার গোলাপি রঙের আভায় সেজে উঠলেন 'বোধন'-এর নায়িকা ৷

অভিনেতা না হলেও অভিনয় জগতের কাছে বেশ পরিচিত মুখ সৌম্য ৷ ওটিটি প্লার্টফর্ম হইচই-এর উচ্চপদস্থ কর্মী তিনি ৷ আর এই ওয়েব প্লার্টফর্মে তো প্রায়শই দেখা যায় সন্দীপ্তাকে ৷ সেখান থেকেই দু'জনের আলাপ এবং ধীরে ধীরে তা গড়ায় প্রেমের দিকে ৷ বেশ কয়েকবছর ধরে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন তাঁরা ৷ এবার সেই প্রেম পরিণতি পেল বিয়েতে ৷

আরও পড়ুন:

  1. শহরজুড়ে বৃষ্টি ! ছবির টানে ছাতা মাথায় সিনেপ্রেমীদের ভিড় নন্দনে
  2. 'অ্যানিম্যাল' রণবীরের সঙ্গে ব়্যাট রেসে পিছিয়ে ভিকির 'শ্যাম বাহাদুর', ঘরে কি আসবে বাজেটের টাকা!
  3. সমালোচনা পেড়িয়ে জীবনে 'মস্ত মে রেহনে কা', বার্তা জ্যাকি নীনার
Last Updated : Dec 7, 2023, 9:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details