মুম্বই, 13 জানুয়ারি: বিগ বস-16 এর আসন্ন পর্বতে দেখা যাবে ভারতী সিং ও তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়াকে ৷ তাঁরা এদিন বিগ বস হাউজেও প্রবেশ করবেন ৷ ঘরের ভিতরে যখন ভারতী তখন কমেডি হবে না তা কী করে হয় ? তাই প্রতিযোগীদের সঙ্গে হাসি, ঠাট্টা ও মজায় মাতাবেন এই দাম্পত্য জুটি ৷ কিন্তু আজকের এই 'শুক্রবার কী বার'এ ঘটবে আরও একটি বিশেষ ঘটনা ৷ বলিউড ভাইজান ভারতী ও হর্ষের বেবি বয় 'লক্ষ'কে (Bharti Singh and Haarsh Limbachiyaa's Son Laksh Limbachiyaa) বেশ কিছু জিনিস উপহার দিয়েছেন ৷ কী সেই জিনিসগুলি ?
বিগ বস-16 এ কিছুদিন ধরে চলছে দর্শকদের বিনোদনের খুব মনকাড়া একটা অংশ ৷ কারণ চলতি সপ্তাহে বিগ বস প্রতিযোগীরা তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করছেন ৷ আবেগপ্রবণ হয়ে প্রতিযোগীদের চোখে জল ৷ মন কাঁদেছে বাড়ির জন্য ৷ আর এই সমতেই বিগ বস তাঁদের মন ভালো করতে হাজির করেছেন কমেডি ও কা লেডি কুইন ভারতী সিংকে ৷ তাঁর পাশাপাশি ঘরে গিয়েছেন স্বামী হর্ষ লিম্বাচিয়াও ৷ কিন্তু বাড়িতে তাঁদের বেবি বয়কে একা রেখে আসেননি ৷ নিয়ে এসেছেন বিগ বসে ৷ হোস্ট সলমনকে তাঁদের সন্তান 'গোলা' ওরফে লক্ষ লিম্বাচিয়াকে দেখা করাতে নিয়ে এসেছেন ৷