কলকাতা, 17 নভেম্বর:লড়াইয়ের আরেক নাম ঐন্দ্রিলা শর্মা। এই লড়াই নিজের সঙ্গে নিজের। বুধবার রাতে হঠাৎই সামাজিক মাধ্যমে অনেকে নানা কথা লিখতে শুরু করেন। তাঁদের বক্তব্য ঐন্দ্রিলা 'আর নেই'। অভিনেত্রীকে নিয়ে ভুয়ো খবর রটতেই ফুঁসে উঠলেন তাঁর বন্ধু সব্যসাচী (Sabyasachi Chowdhury) ৷ গভীর রাতে ঐন্দ্রিলার বন্ধু সব্যসাচী এই পোস্টের প্রতিবাদ করেন লেখেন, "আরেকটু থাকতে দাও ওকে.. এসব লেখার অনেক সময় পাবে।"
এরপরই একে একে পোস্ট মুছে ফেলে সকলেই। সবটাই রটনা। এখনও ঘটেনি কিছু। লড়াই অব্যাহত রয়েছে যোদ্ধা ঐন্দ্রিলার। বুধবার অর্থাৎ, গতকাল তাঁর সকাল বেলায় কার্ডিয়াক অ্যারেস্ট (Cardiac Arrest) হওয়ার পরে দেওয়া হয়েছে 'সিপিআর'। মঙ্গলবার হাসপাতাল সূত্রে জানানো হয়েছিল, ব্রেন স্ট্রোকের পর মাথার যে পাশে অস্ত্রোপচার হয়েছিল ঐন্দ্রিলার, ঠিক তার বিপরীত দিকে রক্ত জমাট বাঁধছে। যা নতুন করে চিন্তা বাড়াচ্ছিল। কারণ ওদিন অস্ত্রোপচার করা আর সম্ভব নয়। সেইজন্য চিকিৎসকরা আগের ওষুধ বদলে নতুন অ্যান্টিবায়োটিক চালু করা হয়েছে অভিনেত্রীর। তাঁর শরীর এতে সাড়া দেয় কি না, তা দেখার জন্য বাড়তি সতর্কতায় পর্যবেক্ষণে রাখা হয়েছে।