পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Aindrila Sharma: 'আরেকটু থাকতে দাও ওকে..' ঐন্দ্রিলাকে নিয়ে ভুয়ো খবরের জেরে পোস্ট সব্যসাচীর - সোশাল মিডিয়া

এখনও সংকটজনক অবস্থায় ঐন্দ্রিলা (Aindrila Sharma) ৷ গতকালের রাতে ছড়ানো ঐন্দ্রিলার মৃত্যু সংক্রান্ত ভুয়ো খবর নিয়ে ফের সোশাল মিডিয়ায় পোস্ট বন্ধু সব্যসাচীর (Sabyasachi Chowdhury) ৷ তিনি রাত 2টো নাগাদ লিখলেন "আর একটু থাকতে দাও ওকে..এ সব লেখার অনেক সময় পাবে।" এর আগে তিনি গত সোমবার ঐন্দ্রিলার জন্য প্রার্থনার আর্তি জানিয়েছিলেন নেটপাড়ায় ৷ তিনি লিখেছিলেন, 'অলৌকিক' কিছু হোক। আবারও আগের মতো উঠে বসুক ঐন্দ্রিলা।

Aindrila Sharma
ঐন্দ্রিলাকে নিয়ে ভুয়ো খবরের প্রতিবাদ সব্যসাচীর

By

Published : Nov 17, 2022, 6:50 AM IST

Updated : Nov 17, 2022, 7:09 AM IST

কলকাতা, 17 নভেম্বর:লড়াইয়ের আরেক নাম ঐন্দ্রিলা শর্মা। এই লড়াই নিজের সঙ্গে নিজের। বুধবার রাতে হঠাৎই সামাজিক মাধ্যমে অনেকে নানা কথা লিখতে শুরু করেন। তাঁদের বক্তব্য ঐন্দ্রিলা 'আর নেই'। অভিনেত্রীকে নিয়ে ভুয়ো খবর রটতেই ফুঁসে উঠলেন তাঁর বন্ধু সব্যসাচী (Sabyasachi Chowdhury) ৷ গভীর রাতে ঐন্দ্রিলার বন্ধু সব্যসাচী এই পোস্টের প্রতিবাদ করেন লেখেন, "আরেকটু থাকতে দাও ওকে.. এসব লেখার অনেক সময় পাবে।"

এরপরই একে একে পোস্ট মুছে ফেলে সকলেই। সবটাই রটনা। এখনও ঘটেনি কিছু। লড়াই অব্যাহত রয়েছে যোদ্ধা ঐন্দ্রিলার। বুধবার অর্থাৎ, গতকাল তাঁর সকাল বেলায় কার্ডিয়াক অ্যারেস্ট (Cardiac Arrest) হওয়ার পরে দেওয়া হয়েছে 'সিপিআর'। মঙ্গলবার হাসপাতাল সূত্রে জানানো হয়েছিল, ব্রেন স্ট্রোকের পর মাথার যে পাশে অস্ত্রোপচার হয়েছিল ঐন্দ্রিলার, ঠিক তার বিপরীত দিকে রক্ত জমাট বাঁধছে। যা নতুন করে চিন্তা বাড়াচ্ছিল। কারণ ওদিন অস্ত্রোপচার করা আর সম্ভব নয়। সেইজন্য চিকিৎসকরা আগের ওষুধ বদলে নতুন অ্যান্টিবায়োটিক চালু করা হয়েছে অভিনেত্রীর। তাঁর শরীর এতে সাড়া দেয় কি না, তা দেখার জন্য বাড়তি সতর্কতায় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

অসুস্থতার শুরুয়াত 2015 সালে বোনম্যারো ক্যানসার দিয়ে। এরপর পরপর কেমো নিয়ে সুস্থ হন তিনি। অভিনয় করছিলেন চুটিয়ে। 2021 সালে ফের ফুসফুসে ক্যানসারের হানা। সেটাও জয় করেন চিকিৎসার দৌলতে। ধীরে ধীরে সুস্থ হচ্ছিলেন। অভিনয় করেন ওয়েব সিরিজে। এবারের পুজোয় মহালয়ার অনুষ্ঠানেও তাঁকে নাচ করতে দেখা যায়। বাড়িতে মা লক্ষ্মীর আরাধনার মেতে উঠেছিলেন ঐন্দ্রিলা ৷ বিভিন্ন ফোটোশুটেও ধরা দেন অভিনেত্রী।

আরও পড়ুন:আজ সকালে কার্ডিয়াক অ্যারেস্ট ঐন্দ্রিলার, পরিস্থিতি সংকটজনক

প্রসঙ্গত, 1 নভেম্বর হঠাৎ ব্রেন স্ট্রোক। ডাক্তারদের অক্লান্ত প্রচেষ্টায় সাড়া দেন। কিন্তু 16 নভেম্বর ফের কার্ডিয়াক অ্যারেস্ট হয় তাঁর। চলছে লড়াই। তাঁর আরোগ্য কামনা করে সোশাল মিডিয়ার (Social Media) লিখেছেন অনেকেই। তাঁর এই লড়াইয়ে সর্বদা পাশে রয়েছেন বন্ধু সব্যসাচী। শুধু সেলিব্রেটিরাই নয়, ঐন্দ্রিলা যাতে এই লড়াই জিতে সুস্থ হয়ে ফিরে আসতে পারে তারজন্য প্রার্থনা করছেন তাঁর শ'য়ে শ'য়ে ভক্তরা। তাঁর ফেরার অপেক্ষায় অধীর আগ্রহে সকলেই ৷

Last Updated : Nov 17, 2022, 7:09 AM IST

ABOUT THE AUTHOR

...view details