পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Russian YouTuber Harassed: লাইভ স্ট্রিমিং চলাকালীন রাশিয়ান ইউটিউবারের উদ্দেশ্য়ে অশালীন মন্তব্য যুবকের - ইউটিউবারের উদ্দেশ্য়ে অশালীন মন্তব্য যুবকের

রাশিয়ান ইউটিউবারের উদ্দেশ্যে প্রকাশ্য রাস্তায় অশালীন মন্তব্য ৷ এক যুবকের এমন কাণ্ড দেখে ক্ষোভ ছড়াল নেটপাড়ায় ৷ পরে অবশ্য় মহিলার কাছে ক্ষমা চাইতেও দেখা যায় যুবককে ৷

Russian YouTuber Harassed
লাইভ স্ট্রিমিং চলাকালীন রাশিয়ান ইউটিউবারের উদ্দেশ্য়ে অশালীন মন্তব্য যুবকের

By ETV Bharat Bangla Team

Published : Oct 20, 2023, 9:37 PM IST

বিদেশি ইউটিউবারের উদ্দেশ্য়ে অশালীন মন্তব্য যুবকের

নয়াদিল্লি, 20 অক্টোবর: রাশিয়ান ইউটিউবারকে লক্ষ্য করে প্রকাশ্য় রাস্তায় অশালীন মন্তব্য যুবকের ৷ নেটপাড়ায় ক্ষোভের জেরে ক্ষমাও চাইতে হল তাকে ৷ দিল্লির রাস্তায় অনেক ইউটিউবারই ভিডিয়ো তৈরি করেন ৷ তাঁদের মধ্যে থাকেন অনেক বিদেশি ইউটিউবারও ৷ এবার তেমন এক বিদেশিনীকে দেখে অশালীন মন্তব্য করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে ৷

ওই রাশিয়ান মহিলা ইউটিউবার সরোজিনী নগর বাজারে লাইভ স্ট্রিমিং করছিলেন ৷ ভিডিয়ো চলাকালীনই তাঁর পিছন পিছন হাঁটতে শুরু করেন এক যুবক ৷ বেশকিছু কুরুচিকর মন্তব্য তিনি করেন ওই মহিলার উদ্দেশ্য়ে ৷ প্রথমে ওই যুবক জানায়, সে এই মহিলার একজন ভক্ত ৷ ইউটিউবে বিভিন্ন ভিডিয়োতে সে এই মহিলাকে দেখেছে ৷ বিদেশিনীও তাঁকে ধন্য়বাদ জানান ৷

কিন্তু এরপর হঠাতই সে প্রস্তাব দেয় তাঁর সঙ্গে বন্ধুত্ব করার ৷ জবাবে বিদেশিনী বলেন, "আপনি আমার বন্ধু হতে চান কিন্তু আমি তো আপনাকে চিনি না ৷" জবাবে যুবকের দাবি, "চেনা পরিচয় তো বন্ধুত্ব থেকেই শুরু হবে ৷" কথপোকথন চলাকালীন এই যুবক এও বলে, "আমার স্বপ্ন একজন রাশিয়ানের সঙ্গে বন্ধুত্ব করা ৷" কিন্তু এরপরেও মহিলা ইউটিউবার রাজি না হওয়ায় তাঁকে নিয়ে অশালীন মন্তব্য করে ওই যুবক ৷ পরে অবশ্য় সে ক্ষমাও চেয়েছে ৷ এই ভিডিয়ো সোশালে ছড়িয়ে পড়তেই নেটপাড়ায় ওঠে ক্ষোভের ঢেউ ৷

আরও পড়ুন:কঙ্গনার পরিবারে নতুন সদস্য, ভাইপোকে কোলে নিতেই চোখে জল পিসির

প্রসঙ্গত, এই রাশিয়ান ইউটিউবারটির নাম কোকো ৷ এই নামেই সোশালে তাঁর একটি চ্যানেলও রয়েছে ৷ সেখানে তিনি নানান ধরনের ভিডিয়ো পোস্ট করে থাকেন ৷ কোকোর অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয় ৷ এই যুবকের অশালীন আচরণ কোকো সামাল দেওয়ার চেষ্টা করেন তাঁর ভিডিয়োতে ৷ তাঁকে একেবারেই মাথা গরম করে কোনওরকম খারাপ ভাষা ব্যবহার করতে দেখা যায়নি ৷ বরং তিনি ওই যুবককে বোঝানোরই চেষ্টা করতে দেখা যায় তাঁকে ৷

ABOUT THE AUTHOR

...view details