পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Rupankar Bagchi: সঙ্গীত জীবনের পঁচিশ বছরে হাজির 'বন্ধু', আসছে রূপঙ্করের 'পঁচিশের গান ' - Rupankar Bagchi 25 years

সঙ্গীত জীবনের 25 বছর পার করলেন রূপঙ্কর বাগচি ৷ কয়েকদিন আগেই সামনে এসেছে তাঁর নতুন গান বন্ধু ৷ আজই মুক্তি পেতে চলেছে 'পঁচিশের গান' ।

Rupankar Bagchi
সঙ্গীত জীবনের আড়াই বছর পার করলেন রূপঙ্কর

By

Published : Jun 29, 2023, 1:59 PM IST

কলকাতা, 29 জুন:একটা দু'টো বছর নয়, দেখতে দেখতে সঙ্গীত জীবনের পঁচিশটি বছর পার করলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত শিল্পী রূপঙ্কর বাগচি । একসময় 'ও আমার বৌদিমনির কাগজওয়ালা...', 'ও চাঁদ তোর বান্ধবীদের সঙ্গে যাব...'র মতো বহু বহু গানের হাত ধরে অনুরাগীদের মনে একটা স্থায়ী আসন করে নিয়েছিলেন তিনি ৷ তারপর দেখতে দেখতে প্রায় আড়াই বছর পার ৷ এই পঁচিশ বছরে কত না গান, কত নাম, খ্যাতি, যশ এমনকী সমালোচনা সবেরই মুখোমুখি হয়েছেন তিনি । আর আজ তাঁর জীবনেরও একটি বিশেষ দিন । একদিকে চৈতালি বাগচির সঙ্গে বিয়ের 24 বছর পার । অন্যদিকে আজই রিলিজ করতে চলেছে তাঁর কণ্ঠে নতুন গান 'পঁচিশের গান' ।

এই গানের কথা ও সুরের দায়িত্বে অবশ্য রূপঙ্কর নন, রয়েছেন সুদীপ্ত চন্দ । আয়োজনে মাধুর্য মুখোপাধ্যায় । ওদিকে আরও একটি গান ইতিমধ্যেই হাজির রূপঙ্করের কণ্ঠে । যার কথা ও সুর সঙ্গীত পরিচালক শান্তনু বসুর । 'বন্ধু' নামের এই গানটির কথা লিখেছেন শান্তনু বসু এবং অনির্বাণ মিশ্র। গানটি তৈরির প্রাথমিক পর্ব থেকেই সুরকারের মনে যে শিল্পীর নাম মনে আসে তিনি রূপঙ্কর বাগচি ।

বৃহস্পতিবার আসছে রূপঙ্করের পঁচিশের গান

গানটা শুনে রূপঙ্করের বেশ ভালো লাগে ৷ তারপর শুরু রেকর্ডিং । এই গান নিয়ে ভীষণ আশাবাদী রূপঙ্কর । তাঁর মতে, নতুন গান জনপ্রিয় হতে সময় লাগে বেশ কিছুদিন । কিন্তু এই গান প্রকাশের পরে শ্রোতাদের কাছ থেকে যে ধরনের প্রতিক্রিয়া তিনি পাচ্ছেন তাতে তিনি নিশ্চিত যে এই গান মানুষের মনে ধীরে ধীরে স্থান করে নিচ্ছে । এই বিষয়ে সম্পূর্ণ সহমত পোষণ করেন এই গানের সুরকার শান্তনু বসুও ।

কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে বন্ধু

আরও পড়ুন:নতুন অধ্যায়ের সূচনা অনামিকা উদয়ের, শুভেচ্ছা টলিপাড়ার

গানটির মিউজিক ট্র্যাক রেকর্ড করা হয়েছে সাউন্ড ইঞ্জিনিয়ার সঞ্জয় ঘোষের তত্ত্বাবধানে রেজোনেন্স স্টুডিয়োতে । গানটির সঙ্গে মানানসই ভিডিয়ো সম্পাদনা করেছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় । 'কসমিক হার্মোনি'র ইউটিউব চ্যানেল থেকে কয়েক দিন আগে গানটি প্রকাশিত হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details