কলকাতা, 22 জানুয়ারি: কখনও মাম্পি, কখনও তিন্নি আবার কখনও অনামিকা ৷ সব চরিত্রেই নিজের জায়গাটা দক্ষতার সঙ্গে দর্শককে বুঝিয়ে দিয়েছেন অভিনেত্রী রুকমা রায় ৷ 'কিরণমালা', 'বাঘ বন্দি খেলা', 'দেশের মাটি', 'খড়কুটো', লালকুঠি'র মতো জনপ্রিয় সব ধারাবাহিকে দাপিয়ে অভিনয় করার পর বড় পর্দাতেও ডেবিউ হয়েছে রুকমার। তথাগত মুখোপাধ্যায় পরিচালিত 'গোপনে মদ ছাড়ান' ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। ওয়েবের তালিকায় রয়েছে 'ব্যোমকেশ', 'মগ্ন মৈনাক'। আর এবার 'রক্তকরবী' (Roktokorobi Web Series)। সেখানেও এক দারুণ চরিত্রে রয়েছেন রুকমা।
এই প্রথমবার বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধলেন তিনি। যদিও প্রেমের সিরিজ নয়, তবুও একটা রসায়ন রয়েছে তাঁদের চরিত্রের মধ্যে। উল্লেখ্য, 'লালকুঠি' ধারাবাহিকে বিক্রম-অনামিকার কেমেস্ট্রি সাড়া ফেলে টেলি দর্শকের মনে। আর এবার গল্পের নায়কের আসল নামই বিক্রম ৷ আর চরিত্রের নাম সাত্যকি। রুকমা বলেন, "ব্যাপারটায় মিল ও অমিল দুটোই রয়েছে। ওটা ছিল চরিত্র। চরিত্রের নাম বিক্রম। আর এর আসল নামই বিক্রম। তবে, বানানটা ভিক্রম (Vikram) এই আর কী। সাত্যকি আর বৃন্দার কেমেস্ট্রিটা মজা করলাম খুবই। রহস্য রয়েছে। সাইকোলজিক্যাল থ্রিলার। কাজ করে আনন্দ পেলাম খুব।" রুকমার কাছে এরপর জানতে চাওয়া হয় আবার কবে তাঁকে বাংলা ধারাবাহিকে দেখতে পাবেন দর্শক?