কলকাতা, 17 অগস্ট: গত 11 অগস্ট মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তীর প্রথম ওয়েব সিরিজ 'আবার প্রলয়' ৷ প্রথম থেকেই এই সিরিজ নিয়ে টানটান উত্তেজনা দর্শকদের মধ্যে ৷ অনিমেষ দত্তর কামব্যাক তো বটেই ৷ পাশাপাশি, প্রথম থেকেই যে চরিত্রটি সবচেয়ে বেশি চর্চায় উঠে এসেছে তা হল শম্ভুবাবা ৷ পঙ্কজ ত্রিপাঠীর 'সেক্রেড গেমস'-এর লুকের সঙ্গে এই লুকের মিল নিয়ে একসময় রীতিমতো চর্চা শুরু হয় ৷ সিরিজ মুক্তির পর থেকেই প্রশংসায় ভাসছেন ঋত্বিক ৷ সিরিজে তাঁর ছোটবেলার ভূমিকায় অভিনয় করেছেন পূষণ দাশগুপ্ত ৷ তাঁর সঙ্গেই বৃহস্পতিবার সুন্দর ছবি শেয়ার করলেন অভিনেতা ৷
রাজ চক্রবর্তী পরিচালিত এই ওয়েব সিরিজে ঋত্বিকের চরিত্রের নাম শম্ভুবাবা ৷ আসল নাম হারু ৷ সুন্দরবনে আসা বানের জলে ভেসে ৷ এরইমাঝে তার সঙ্গে বন্ধুত্ব হয় বন্ধুত্ব হয় কানুর ৷ হারু আর কানু জীবন বাঁচতে নানা খারাপ কাজ করে ৷ কিন্তু নারী পাচারের সঙ্গে প্রথম দিকে তারা যুক্ত ছিল না ৷ এরপর তাদের দলে যোগ হয় মণি নামের একটি মেয়ে ৷ তাকে বাঁচাতে গিয়েই কার্যত হুজ্জা গ্যাংয়ের অংশ হয়ে ওঠে কানু ৷ সঙ্গী হয় বন্ধু হারুও ৷ এই হারুই পরে সুন্দরবনের স্বঘোষিত ত্রাতা শম্ভু বাবা হয়ে ওঠে। পাশাপাশি, তাঁর নেতৃত্বেই চলতে থাকে নারী পাচারের জখন্য ব্যবসা। কীভাবে এই চক্র গড়ে উঠল তা জানতে সিরিজটি দেখতেই হবে ৷