মুম্বই, 29 অগস্ট: সোশাল মিডিয়ায় তাঁর নগ্ন ছবি পোস্ট করার জের এখনও সামলাতে হচ্ছে রণবীর কাপুরকে ৷ ইতিমধ্যেই নানাবিধ অভিযোগ দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে ৷ এমনকী মুম্বইয়ের চেম্বুর থানায় একটি বেসরকারি সংস্থাও তাঁর নামে মামলা দায়ের করে ৷ এবার সেই সূত্র ধরেই তাঁর বয়ান রেকর্ড করল মুম্বই পুলিশ(Ranveer Singh records statement in nude photoshoot) ৷
প্রসঙ্গত গত মাসে তাঁর বিরুদ্ধে এই ফটোশ্য়ুট নিয়ে অভিযোগ দায়ের করেছিল একটি এনজিও ৷ এই অভিযোগের ভিত্তিতেই রণবীরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 92, 293, 354 এবং 509 ধারা-সহ আইটি-এর 67A-এর অধীনে মামলা দায়ের করা হয় ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি জনসাধারণের ভাবাবেগে আঘাত দিয়েছেন ৷ মহিলাদের প্রতি শালীনতার অবমাননাতেও অভিযুক্ত হয়েছেন পর্দার বাজিরাও ৷
সেই সূত্রেই সোমবার সকাল সাতটা নাগাদ থানায় পৌঁছন অভিনেতা ৷ এরপর তদন্তকারী অফিসার তাঁর বয়ান রেকর্ড করেন (Ranveer Singh recorded statement )৷ সকাল 9.30 নাগাদ তাঁকে বেরিয়ে যেতে দেখা যায় থানা থেকে ৷ এরপরেই পুলিশ সূত্রে জানা যায় বয়ান রেকর্ড করা হয়েছে এই অভিনেতার ৷
আরও পড়ুন:টাইগারের সঙ্গে কেন ডেটিং করবেন না কৃতি, জানালেন করণের শোয়ে
গত 21 জুলাই পেপার ম্যাগাজিনের জন্য নগ্ন ফটোশ্য়ুট করান রণবীর ৷ প্রয়াত মার্কিন অভিনেতা বার্ট রেনল্ডসকে স্মরণ করেই এমন সাহসী ফটোশ্যুটে সামিল হয়েছিলেন অভিনেতা (Ranveer Singh nude photoshoot )। অতীতে ছক ভেঙে এমনই সব ফটোশুটে অংশ নিতেন রেনল্ডস । তাঁকেই অনুসরণ করেণ রণবীর ৷ এরপর এই ছবি ইনস্টাগ্রামে পোস্টও করেন অভিনেতা ৷ আর সেই থেকেই বিতর্কের কেন্দ্রে রয়েছেন তিনি ৷ একদিকে যেমন তাঁর পাশে দাঁড়িয়েছেন রামগোপাল বর্মা, স্বরা ভাস্কর, আলিয়া ভাটরা তেমনই আবার নেটপাড়ার একাংশ ভীষণ ক্ষুব্ধ তাঁর উপর (Ranveer Singh nude photoshoot controversy)৷