কলকাতা, 13 নভেম্বর:আলোর উৎসবে নতুন আঙ্গিকে হাজির পান্নালাল ভট্টাচার্যের বিখ্যাত শ্যামা সঙ্গীত 'আমার সাধ না মিটিল- আশা না পুরিল'। বাংলার অতি পরিচিত এই শ্যামা সঙ্গীতকে নতুনভাবে হাজির করলেন শিল্পী রণজয় ভট্টাচার্য এবং জয়ব্রত । পান্নালাল ভট্টাচার্য কিংবা পরের দিকে মান্না দে, কুমার শানু, বাবুল সুপ্রিয়-সহ আরও অনেক শিল্পীরা কণ্ঠেই শ্যামাসঙ্গীত বেশ জনপ্রিয়। 'আমার সাধ না মিটিল', 'শ্যামা মা কি আমার কালো', 'আমায় একটু জায়গা দাও মা'-সহ অজস্র গান রয়েছে তাঁদের কণ্ঠে । এবার টলিউডের আরও এক জনপ্রিয় সঙ্গীত পরিচালক তথা গায়ক রণজয় ভট্টাচার্যের গলাতেও শোনা গেল এই শ্যামা সঙ্গীত।
কালীপুজোর আবহে মুক্তি পেয়েছে রণজয়ের গাওয়া প্রথম শ্যামা সঙ্গীত ৷ চিরাচরিত খোল-করতাল নয়, অন্য নানারকম বাদ্যযন্ত্র সহকারে একেবারে নতুন আঙ্গিকে তিনি গানটিকে শ্রোতাদের সামনে হাজির করেছেন । কমলাকান্ত ভট্টাচার্যের লেখা ও সুরে এই গানটিকে নতুনভাবে বানানো খুব একটা সহজ কাজ নয় । শ্রোতারা কেমনভাবে নেবেন, সেই চিন্তা মাথায় রেখে রণজয় নিজের উপর ভরসা রেখে কাজটা সেরে ফেলেছেন ।
গানটির মিউজিক ভিডিয়োটি পরিচালনার দায়িত্বে ছিলেন জয়ব্রত দাশ। জয়ব্রত সত্যজিৎ রায় টেলিভিশন ইনস্টিটিউটের ছাত্র এবং এখন নিজের প্রথম ফিচার ফিল্মের কাজ করছেন। তিনি বলেন, "শ্যামা সঙ্গীতের মিউজিক ভিডিয়ো সচরাচর যেমন ভাবে হয় সেটাকে ভেঙে একটা নতুন আঙ্গিকে পুরো গানটা উপস্থাপন করতে চেয়েছেন রণজয় । আর সেটাই দেখা গেছে মিউজিক ভিডিয়োটিতে ।" 2023 সালেও সমাজের সব স্তরের মানুষের কাছে শতাব্দীপ্রাচীন এই গানের কথা কতখানি কাছের সেটাই দেখাতে চেয়েছেন পরিচালক।