পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Rakhi Sawant's Mother Funeral: অঝোরে কেঁদে চলেছেন রাখি, অভিনেত্রীর মায়ের শেষকৃত্যে স্বামী আদিল থেকে ফারহা-রশ্মি - মায়ের মৃত্যুতে অঝোরে কেঁদে চলেছেন রাখি

মা জয়া ভেদার শেষকৃত্যে কান্নায় ভেঙে পড়লেন রাখি সাওয়ান্ত। রবিবার তাঁর মায়ের শেষকৃত্যে সম্পন্ন হয় মুম্বইয়ে ৷ জয়া ভেদার বিদেহী আত্মার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এদিন রাখিকে আগলালেন স্বামী আদিল (Rakhi Sawant's Husband Adil Khan) ৷ পাশাপাশি রাখিকে জড়িয়ে ধরে আবেগঘন হয়েছেন ফারহা খান থেকে রশমি দেশাই ৷

Rakhi Sawants Mother Funeral
মায়ের মৃত্যুতে অঝোরে কেঁদে চলেছেন রাখি

By

Published : Jan 29, 2023, 9:47 PM IST

মুম্বই, 29 জানুয়ারি:মায়ের শেষকৃত্যে কান্নায় পড়লেন রাখি সাওয়ান্ত। খ্রিস্টান রীতি মেনে মা'কে শেষবিদায় জানালেন অভিনেত্রী ৷ রবিবার মুম্বইয়ের আন্ধেরিতে রাখির মায়ের শেষকৃত্য সম্পন্ন হয়েছে ৷ জয়া ভেদাকে এদিন শেষ শ্রদ্ধা জানাতে রাখির কাছের মানুষ থেকে বন্ধুবান্ধব অনেকেই হাজির ছিলেন ৷ সারাক্ষণ অভিনেত্রীকে আগলে রেখেছিলেন স্বামী আদিল। ছিলেন ফারহা খান (Farah Khan) থেকে রশ্মি দেশাই (Rashami Desai) অনেকেই ৷

এদিন মায়ের জন্য একটি প্রার্থনা সভার আয়োজন করেছিলেন রাখি ৷ প্রার্থনা সভা শেষে সমাধিস্থ করা হয় জয়া দেবীকে। মায়ের কফিনবন্দি দেহ শেষ মুহূর্ত পর্যন্ত চোখের আড়াল করেননি রাখি ৷ মাটি ও ফুল দিয়ে মা'কে শেষ শ্রদ্ধা জানান অভিনেত্রী। রাখির পাশে এদিন দেখা গিয়েছে অভিনেত্রী রিধিমা পণ্ডিতকেও ৷ শেষযাত্রায় জয়া ভেদার আত্মার শান্তি কামনায় রাখির পাশে ছিলেন নিশা রাওয়াল, রাজীব আধাতিয়া, আলি গোনি-সহ আরও অনেকেই ৷

বছর খানেক আগেও ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন রাখির মা, সলমন খান সেই সময় অভিনেত্রীর পাশে দাঁড়ান। চিকিৎসার পর সুস্থ হয়ে উঠেছিলেন। তবে ফের ক্যানসার ফিরে আসে অভিনেত্রীর মা'য়ের। বেশ কয়েকমাস ধরেই ব্রেন টিউমার এবং মারণরোগ ক্যানসারে ভুগছিলেন 'রিয়ালিটি শো কুইন' রাখির মা। অবশেষে ক্যানসারের সঙ্গে লড়াইয়ে হেরে গিয়ে শনিবারই প্রয়াত হন জয়া ভেদা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 73 বছর। শুরু থেকেই সংকটজনক ছিল তাঁর পরিস্থিতি। জানা গিয়েছে, মস্তিষ্ক, ফুসফুস এবং লিভারে ছড়িয়ে পড়েছিল জয়া দেবীর ক্যানসার, মারণরোগের চতুর্থ পর্যায়ে ছিলেন তিনি। শনিবার রাত 9টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাখির মা ৷

আরও পডুন:মায়ের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়লেন রাখি সাওয়ান্ত

মা'কে হারানোর পর সোশাল মিডিয়ায় রাখি জানান, "আজ আমার মাথার উপর থেকে মায়ের হাতটা সরে গেল। আর আমার কাছে কিছুই রইল না। লাভ ইউ মা। তোমাকে ছাড়া কিছুই আর নেই, এবার কে আমার ডাকে সারা দেবে? কে আমাকে আদর করে, জড়িয়ে ধরে বুকে টেনে নেবে? এবার আমি কী করব? মিস ইউ আই।" রাখির এই পোস্টে সমবেদনা জানিয়েছেন অনেক বলিউড তারকা। তবে এর পাশাপাশি মাতৃহারা রাখির কান্না গতকাল থেকে সোশাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে ৷ এ নিয়ে তাঁকে সমালোচিতও হতে হয়েছে নেটাগরিকদের কাছে ৷ আসলে ব্যক্তিগত শোকের মুহূর্ত সোশাল মিডিয়ায় পোস্ট করার কারণেই বেশি সমালোচিত হয়েছেন রাখি।

ABOUT THE AUTHOR

...view details