পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

আবার হাত ধরবেন রাজকুমার-দুলকর সলমন, আসছে 'গানস অ্যান্ড গুলাবস 2' - Rajkummar Salmaan

Guns and Gulaabs 2: নতুন সিজন নিয়ে আসছে 'গানস অ্যান্ড গুলাবস' ৷ রাজকুমার রাও এবং দুলকর সলমনের এই নতুন ওয়েব সিরিজের দ্বিতীয় অধ্যায় নিয়ে উচ্ছ্বসিত নির্মাতারা ৷

Etv Bharat
Etv Bharat

By ANI

Published : Dec 29, 2023, 6:25 AM IST

মুম্বই, 29 ডিসেম্বর: 'গানস অ্যান্ড গুলাবস', রাজ এবং ডিকে পরিচালিত এই ওয়েব সিরিজে রীতিমতো নজর কেড়েছিলেন রাজকুমার রাও এবং দুলকর সলমন ৷ শুধু থ্রিলার হিসাবে নয় রাজ-ডিকে জুটি এই সিরিজে দর্শককে সুযোগ করে দিয়েছিলেন টাইম ট্রাভেলের ৷ পিরিয়ডিক্যাল ড্রামাটি নেটফ্লিক্সের দর্শকদের অনেকেরই নজর টেনেছিল শুধুমাত্র কাহিনির গুণে ৷ এবার আসতে চলেছে সিরিজটির দ্বিতীয় অধ্যায় ৷

নেটফ্লিক্সের একটি পোস্ট এদিন শেয়ার করেছেন রাজকুমার ৷ নতুন মরশুম নিয়ে রাজ এবং ডিকেও উচ্ছ্বসিত ৷ তাঁরা বলেন, "আমরা বিশ্বাস করি আমাদের এই অপরাধ জগত নিয়ে তৈরি গানস অ্যান্ড গুলাবস-এ দর্শককে আকর্ষণ করার দারুণ ক্ষমতা ছিল ৷ আর নেটফ্লিক্সের সঙ্গ পেয়ে এটাকে জীবন্ত করে তোলাটা আরও সহজ হয়েছে ৷ সিজন 1 দারুণ সাফল্য পেয়েছে তাই সিজন 2 নিয়েও আশাবাদী আমরা ৷"

তাঁরা আরও বলেন, "গল্পের বিষয়টা নিয়ে যদিও এখনই মুখ খুলতে পারছি না তবে আমরা চেষ্টা করব এবার যাতে আরও রোমাঞ্চকর হয় তারও ব্যবস্থা করা হবে ৷" নয়ের দশকের ওপর আধারিত এই কাহিনি শুরু হয় একটি শহরকে কেন্দ্র করে তার নাম গুলাবগঞ্জ ৷ অপরাধ জগতের এক টানটান উত্তেজনাময় কাহিনিক তুলে ধরতে চলেছে এই সিরিজ ৷ নেটফ্লিক্স ইন্ডিয়াও তৈরি এই নতুন সিজনের কাজ শুরু করতে ৷ সিরিজ হেড তানিয়া ভামি বলেন, "নেটফ্লিক্সের হাত ধরে গানস অ্যান্ড গুলাবসের নতুন মরশুমে তাঁদের ম্য়াজিকাল জার্নিকে আরও উচ্চতায় পৌঁছে দেবেন রাজ এবং ডিকে ৷"

আদর্শ গৌরব, শ্রেয়া ধনোয়ানথারি এবং গুলশান দেভাইয়াদেরও দেখা গিয়েছিল প্রথম মরশুমে ৷ ওটিটিতে রীতিমতো নতুন ধরনের কনসেপ্ট তৈরি করেছিল এই সিরিজটি ৷ যদিও কবে এই সিরিজটি মুক্তি পেতে চলেছে তা এখনও জানা যায়নি ৷

আরও পড়ুন:

  1. ক্যানসার জয় করে ফিরেছেন জীবনের ছন্দে, করণের শোয়ে প্রথমবার মুখ খুললেন শর্মিলা ঠাকুর
  2. 'কাবুলিওয়ালা'র ঝোলা এখনও কি 'মিনি'দের অবাক করে? উত্তর খুঁজল ইটিভি ভারত
  3. 'গোতি লো' গানে মজে নেটপাড়া, কী বলছেন আদিত্য; শুনল ইটিভি ভারত

ABOUT THE AUTHOR

...view details