পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Raja Bhattacharya Arrested: ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগে গ্রেফতার নাট্য নির্দেশক রাজা ভট্টাচার্য - গ্রেফতার রাজা ভট্টাচার্য

কিশোরী ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগে গ্রেফতার নাট্য নির্দেশক রাজা ভট্টাচার্য । সোমবার তাঁকে আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে ৷

Raja Bhattacharya Arrested
যৌন হেনস্তার অভিযোগে গ্রেফতার রাজা ভট্টাচার্য

By

Published : Jun 26, 2023, 12:59 PM IST

কলকাতা, 26 জুন:দিনের পর দিন ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগে গ্রেফতার নাট্য নির্দেশক রাজা ভট্টাচার্য । সোমবার তাঁকে তোলা হবে আলিপুর আদালতে। কয়েক দিন আগে এক তরুণী সামাজিক মাধ্যমে জানান, নাটকের শিক্ষক রাজা ভট্টাচার্য তাঁকে দিনের পর দিন ধরে যৌন হেনস্তা করেছেন । 12 বছর বয়স থেকে তাঁর সঙ্গে ঘটে চলা যাবতীয় অপ্রীতিকর ঘটনার বিবরণ সেদিন প্রকাশ্যে আনেন সেই তরুণী ৷

এই পোস্ট করার পর নির্দেশক এবং নির্দেশকের স্ত্রী তরুণীর সঙ্গে সমঝোতায় আসতে চেয়েছিলেন বলে শোন গিয়েছে । কিন্তু তরুণী সেই পথ ধরেননি ৷ এরপর তিনি পরিবারকে সঙ্গে নিয়ে হাজির হন রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনে । সেখানে কথা বলেন রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন সুদেষ্ণা রায় এবং সদস্যা অনন্যা চট্টোপাধ্যায়ের সঙ্গে । অবশেষে রাজা ভট্টাচার্যকে গ্রেফতার করেছে বাঁশদ্রোণী থানার পুলিশ ।

সোমবার অভিযুক্তকে আলিপুর আদালতে তোলা হবে। এই ব্যাপারে নির্যাতিতা বলেন, "উনি গ্রেফতার হয়েছেন । এর থেকে বেশি কিছু আমি বলতে পারব না ।" রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন সুদেষ্ণা রায় বলেন, "শুনেছি রাজা গ্রেফতার হয়েছেন । আলিপুরের পকসো আদালতে ওঁর বিচার হবে । এবার আমরা আদালতের রায়ের দিকেই তাকিয়ে আছি । আমরা আমাদের দিক থেকে যতটা সম্ভব পারব করব ।"

আরও পড়ুন:প্রজেক্ট কে র শুটে হায়দরাবাদে গেলেন দীপিকা, ক্যামেরাবন্দি মুম্বই বিমানবন্দরে

তরুণীর সেদিনের পোস্ট দেখে এক নাট্য নির্দেশক লাইভে এসে ঘটনার প্রতিবাদ জানান । তাঁর সঙ্গে ইটিভি ভারতের তরফে যোগাযোগ করা হলে তিনি বলেন, "রাজাদার কতখানি শাস্তি হবে আমি জানি না । তবে, এটুকু দরকার ছিল । এবার থেকে বাকিরা এই ধরনের আচরণ করার আগে দু'বার ভাববেন ।"

ABOUT THE AUTHOR

...view details