পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Rahul Rooqma New Serial Lalkuthi : ফের ছোট পর্দায় রাহুল-রুকমা জুটির কামাল, আসছে 'লালকুঠি' - rahul and rooqma are pairing up for their new serial lalkuthi

'দেশের মাটি'র পর এবার ফের ছোট পর্দায় আসছে রাহুল বন্দ্যোপাধ্যায়-রুকমা রায় জুটি । তাঁদের জুটিকে সামনে রেখেই আসতে চলেছে নতুন ধারাবাহিক 'লালকুঠি' (Rahul Rooqma Pair is Coming Back in Small Screens)।

Rahul Rooqma New Serial Lalkuthi
ফের ছোটপর্দায় রাহুল-রুকমা জুটির কামাল, আসছে 'লালকুঠি'

By

Published : Apr 23, 2022, 11:51 AM IST

কলকাতা, 23 এপ্রিল : 'দেশের মাটি'র পর থেকে রাহুল বন্দ্যোপাধ্যায়-রুকমা রায় জুটি এখন হিট দর্শকের কাছে । বলতে দ্বিধা নেই, এই ধারাবাহিকে দর্শক মূল দুই চরিত্র নোয়া-কিয়ানের থেকেও যেন বেশি ভালবাসা পেয়েছিল রাজা-মাম্পি থুড়ি রাহুল-রুকমা । দর্শক চেয়েছিলেন তাঁদের জুটি লিড হিসেবে আসুক এই ধারাবাহিকে ।

অনুরাগীদের অনুরোধে দু‘জনে লাইভেও আসেন গল্প করতে । সকলেই ভালবাসা উজার করে দিয়েছিলেন রাজা আর মাম্পিকে । এমনকী অনেকে এও বলতেও শুরু করেন যে, পর্দার এই জুটির বাস্তবের রসায়নও নাকি জমে উঠেছে । কিন্তু অভিনেতারা সাফ লাইভে এসে জানান, যে তাঁদের মধ্যে সেরকম দুষ্টু কোনও সম্পর্ক নেই । তবে, একে অপরকে তাঁরা শ্রদ্ধা করেন এবং ভালবাসেন । কিন্তু সেই ভালবাসাকে 'প্রেম' তকমা দেওয়া অমূলক ।

দর্শকই ভগবান, এ কথা জানেন এবং মানেন সকলেই । তাই রাহুল-রুকমা জুটিকে এবার কাজে লাগাল এক প্রথমসারির বিনোদন চ্যানেল । তাঁদের কেমেস্ট্রি সম্বল করে ছোটপর্দায় হাজির হতে চলেছে নতুন ধারাবাহিক 'লালকুঠি'(Rahul Rooqma Pair is Coming Back in Small Screens)। প্রোমো আভাস দিচ্ছে গল্পের ভিতর রয়েছে রহস্যের মোড়ক । আর রহস্য মানেই রোমাঞ্চ ৷ কিন্তু তার গভীরতা কতখানি, তা জানতে হলে চোখ রাখতে হবে টিভির পর্দায় ।

তাঁদের জুটিকে সামনে রেখেই আসতে চলেছে নতুন ধারাবাহিক 'লালকুঠি'

আরও পড়ুন : বড় পর্দায় জুটি বাঁধছেন প্রসূন-পার্থ, গল্পে ভূতের রাজা পরাণ

আগামী ২ মে থেকে রাত সাড়ে ৯ টার স্লটে আসছে এই ধারাবাহিক । এতদিন রাত সাড়ে ৯ টার স্লটে সম্প্রচারিত হত 'কড়িখেলা' । শেষ হতে চলেছে এই ধারাবাহিক । প্রোমোতে অন্যান্য সব চরিত্রে দেখা যাচ্ছে দেবদূত ঘোষ, প্রীয়ম চক্রবর্তী, সোহন বন্দ্যোপাধ্যায়, অনিন্দিতা কপিলেশ্বরী, তনুকা চট্টোপাধ্যায়-সহ আরও অনেককে ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details