কলকাতা, 15 নভেম্বর: হইচই-এর মতো অনেক ওটিটি প্ল্যাটফর্মেই আজকাল দেখা যায় বাংলাদেশের সিরিজ বা ছবি ৷ 'কারাগার'-এর মতো সিরিজগুলি তো রীতিমতো সাড়া ফেলেছে এপার বাংলায় ৷ এবার ওপার বাংলায় দেখা যাবে এপারের তৈরি সিরিজ ৷ 'কিশমিশ', 'দিলখুশ'-এর মতো ছবির পর এবার একইসঙ্গে দু'টি প্রজেক্টে হাত দিতে চলেছেন পরিচালক রাহুল মুখোপাধ্যায়। তার মধ্যে একটি হল 'জুনিয়র'। আর অন্যটি 'লহু'। 'জুনিয়র' আসবে বড় পর্দায় । আর 'লহু' আসবে ওপার বাংলার ওয়েব প্ল্যাটফর্ম চরকিতে ।
'জুনিয়র' প্রসঙ্গে রাহুলের বক্তব্য, "বয়স বাড়লে কি বড় হওয়া যায়? আমাদের সবার ভিতরেই একটা জুনিয়র লুকিয়ে আছে । যে কিছুতেই বড় হতে চায় না । আগামী বছর আপনাদের জন্য নিয়ে আসছি আমার পরবর্তী ছবি 'জুনিয়র'। খুব তাড়াতাড়িই আরও কিছু চমক সামনে আনব ।" মূলত বাবাকে খোঁজার গল্প এই 'জুনিয়র'। ছোটদের জন্য এই ছবি। আগামী বছর শিশু দিবস উপলক্ষে ছবিটি দর্শক দরবারে নিয়ে আসার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন পরিচালক । তবে, কারা রয়েছেন এই ছবিতে তা এখনই জানানো সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি । আগামী বছর এই ছবির কাজে হাত দেবেন রাহুল মুখোপাধ্যায় । প্রতীক চক্রবর্তীর প্রযোজনায় আসবে 'জুনিয়র'। ক্যামেরায় মধুরা পালিত। সঙ্গীত পরিচালনায় নীলায়ন চট্টোপাধ্যায় ।