পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Rahool New Series: ওপার বাংলার ওটিটি প্ল্যাটফর্মে এপার বাংলার সিরিজ, নেপথ্যে কুণাল ঘোষ - ওটিটি প্লার্টফর্মে এবার এপারের ওয়েব সিরিজ

ওপার বাংলার ওটিটি প্লার্টফর্মে এবার এপারের ওয়েব সিরিজ ৷ রাহুল মুখোপাধ্য়ায়ের 'লহু' সিরিজটি এবার দেখা যাবে বাংলাদেশের ওটিটি প্লার্টফর্ম চরকি-তে ৷

Etv Bharat
ওপার বাংলার ওটিটি প্লার্টফর্মে এবার এপারের সিরিজ

By ETV Bharat Bangla Team

Published : Nov 15, 2023, 10:07 PM IST

কলকাতা, 15 নভেম্বর: হইচই-এর মতো অনেক ওটিটি প্ল্যাটফর্মেই আজকাল দেখা যায় বাংলাদেশের সিরিজ বা ছবি ৷ 'কারাগার'-এর মতো সিরিজগুলি তো রীতিমতো সাড়া ফেলেছে এপার বাংলায় ৷ এবার ওপার বাংলায় দেখা যাবে এপারের তৈরি সিরিজ ৷ 'কিশমিশ', 'দিলখুশ'-এর মতো ছবির পর এবার একইসঙ্গে দু'টি প্রজেক্টে হাত দিতে চলেছেন পরিচালক রাহুল মুখোপাধ্যায়। তার মধ্যে একটি হল 'জুনিয়র'। আর অন্যটি 'লহু'। 'জুনিয়র' আসবে বড় পর্দায় । আর 'লহু' আসবে ওপার বাংলার ওয়েব প্ল্যাটফর্ম চরকিতে ।

'জুনিয়র' প্রসঙ্গে রাহুলের বক্তব্য, "বয়স বাড়লে কি বড় হওয়া যায়? আমাদের সবার ভিতরেই একটা জুনিয়র লুকিয়ে আছে । যে কিছুতেই বড় হতে চায় না । আগামী বছর আপনাদের জন্য নিয়ে আসছি আমার পরবর্তী ছবি 'জুনিয়র'। খুব তাড়াতাড়িই আরও কিছু চমক সামনে আনব ।" মূলত বাবাকে খোঁজার গল্প এই 'জুনিয়র'। ছোটদের জন্য এই ছবি। আগামী বছর শিশু দিবস উপলক্ষে ছবিটি দর্শক দরবারে নিয়ে আসার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন পরিচালক । তবে, কারা রয়েছেন এই ছবিতে তা এখনই জানানো সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি । আগামী বছর এই ছবির কাজে হাত দেবেন রাহুল মুখোপাধ্যায় । প্রতীক চক্রবর্তীর প্রযোজনায় আসবে 'জুনিয়র'। ক্যামেরায় মধুরা পালিত। সঙ্গীত পরিচালনায় নীলায়ন চট্টোপাধ্যায় ।

আসছে নতুন ছবি জুনিয়র

ওদিকে ইন্দো-বাংলাদেশের যৌথ উদ্যোগে চরকির জন্য তৈরি হচ্ছে নতুন ওয়েব সিরিজ 'লহু'। তৃণমূলের মুখপাত্র তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষের উপন্যাস অবলম্বনে তৈরি হবে এই সিরিজ । চলতি মাসের 18 তারিখ থেকে শুরু হবে এই সিরিজের শুটিং। জুটিতে থাকছেন সোহিনী সরকার এবং বাংলাদেশের আরিফিন শুভ । সোহিনীকে দেখা যাবে মাওবাদী নেত্রীর চরিত্রে ।

গল্পের কেন্দ্রে রয়েছে এক দুর্ধর্ষ মাওবাদী নেত্রী আর এক দুঁদে পুলিশ অফিসার । এক দিকে পুলিশ খুঁজছে ‘মোস্ট ওয়ান্টেড’ মাওবাদী নেত্রী অর্থাৎ সোহিনীকে । সে রয়েছে ছদ্মবেশে । আবার সেও খুঁজছে পুলিশকে । কুণাল ঘোষের লেখা 'পথ হারাবো বলেই' থেকে নেওয়া হয়েছে 'লহু' । সিরিজের স্বার্থে অনেককিছুই বদল ঘটতে পারে বলে জানা গিয়েছে । পরিচালক বলেন, "কুণালদা'র উপন্যাস নিয়ে কাজ করার সিদ্ধান্ত প্রযোজনা সংস্থারই ছিল । পরে আমার কথা হয়েছে কুণালদা'র সঙ্গে । এই সিরিজে অ্যাকশন থাকবে । থাকবে রোমাঞ্চ । মূলত অ্যাকশন থ্রিলার ।"

আরও পড়ুন:

  1. হাসির খোরাক নিয়ে হাজির খরাজ, প্রকাশ্যে 'বগলা মামা যুগ যুগ জিও'র ট্রেলার
  2. কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে চমক, প্রথমবার একসঙ্গে মঞ্চে শাহেনশা-বাদশা-ভাইজান

ABOUT THE AUTHOR

...view details