পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Prosenjit in Dance Dance Junior: ছোটদের নাচের মঞ্চে হাজির প্রসেনজিৎ, দেবের সঙ্গে মাতবেন ঢাকের তালে

25 এবং 26 সেপ্টেম্বর থাকছে মহালয়া ঘিরে বিশেষ পর্ব 'ডান্স ডান্স জুনিয়র- সিজন থ্রি'র মঞ্চেও ৷ আর এদের উৎসাহ দিতে মঞ্চে হাজির থাকবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee in Dance Dance Junior season three)।

Dance Dance junior season three
ছোটদের নাচের মঞ্চে হাজির প্রসেনজিৎ, দেবের সঙ্গে মাতবেন ঢাকের তালে

By

Published : Sep 20, 2022, 5:49 PM IST

কলকাতা, 20 সেপ্টেম্বর:সামনেই মহালয়া । তাই চ্যানেলগুলিও মহিষাসুর বধের কাহিনি প্রতিবারের মতো এবারও তুলে ধরতে প্রস্তুত । ইতিমধ্যেই জানা গিয়েছে কোন নায়িকারা এবার অবতীর্ণ হবে নব নব দেবী রূপে । ওদিকে 'ডান্স ডান্স জুনিয়র- সিজন থ্রি'র মঞ্চেও অসুর বধ দেখবেন দর্শকরা।

25 এবং 26 সেপ্টেম্বর থাকছে মহালয়া ঘিরে বিশেষ পর্ব (Prosenjit Chatterjee at Dance Dance Junior season three)। দেবী দুর্গাকে প্রণাম জানাবে লিটল ডান্সিং স্টারেরা (Dance Dance junior season three)। আর এদের উৎসাহ দিতে মঞ্চে হাজির থাকবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee )। খাঁটি বাঙালি সাজে এদিন হাজির থাকবেন তিনি । দায়িত্ব পালন করবেন অতিথি বিচারকের। এবার তাঁর সঙ্গে কেমন জমে ওঠে ছোটদের কেমিস্ট্রি সেদিকেই তাকিয়ে থাকবেন সকলে (Prosenjit Chatterjee at Dance Dance junior) ৷

ছোটদের নাচের মঞ্চে হাজির প্রসেনজিৎ, দেবের সঙ্গে মাতবেন ঢাকের তালে

চ্যানেল জানিয়েছে, প্রতিযোগী কথাকলির সঙ্গে 'চিরদিনই তুমি যে আমার' গানের সঙ্গে নাচবেন ইন্ডাস্ট্রির সকলের প্রিয় বুম্বাদা । ছোটদের মন জয় করে নেওয়ার চেষ্টায় কোনও খামতি রাখবেন না তিনি। থাকবে ঢাকের তালে নাচও । রুক্মিনী, মনামী, দীপান্বিতা, তৃণাও বসে থাকবেন না আসনে । তাঁরাও মেতে উঠবেন নাচের তালে । বলতে দ্বিধা নেই, এদিনের এপিসোড 'ভাসান বাপি'র জন্য আদর্শ হতে চলেছে ।

এদের উৎসাহ দিতে মঞ্চে হাজির থাকবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

আরও পড়ুন:পিছু ছাড়ছে না সুকেশ মামলা, বারবার জেরায় জর্জরিত জ্যাকলিন

দেব, অভিষেক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সকলেই মেতে উঠবেন ঢাকের তালে। ওদিকে 30 সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে দেব-বুম্বা অভিনীত বাংলা ছবি 'কাছের মানুষ' (Prosenjit Chatterjee New Film)৷ দুজনে এর আগেও স্ক্রিনশেয়ার করেছেন একাধিক ছবিতে (Dev Prosenjit New Film)৷ তবে এবার তাঁদের দীর্ঘক্ষণের জন্য পর্দায় দেখবেন দর্শকরা ৷ দু'জনেই এবার মন মাতাবেন মঞ্চেও ৷ সম্ভবত ছবির প্রচারও ঘটবে মঞ্চে । তবে, সবটা জানতে হলে অপেক্ষা করতে হবে পর্বটির সম্প্রচার পর্যন্ত ।

ABOUT THE AUTHOR

...view details