কলকাতা, 20 নভেম্বর: দীর্ঘ 19 দিনের লড়াই শেষ । না-ফেরার দেশে পাড়ি দিয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা । কিন্তু ঐন্দ্রিলার লড়াই কী শুধুই 19 দিনের ? 2015 সাল থেকে লড়াইটার সর্বক্ষণের সঙ্গী হয়েছে ঐন্দ্রিলার । বলা ভালো, ক্রমাগত সমর্থক হয়ে উঠেছে দুটি শব্দ, ঐন্দ্রিলা এবং লড়াই । দু'বার ক্যানসারকে পরাস্ত করে জীবনের ময়দানে ফিরলেও শেষ পর্যন্ত হার মানলেন অভিনেত্রী । ঐন্দ্রিলা হার মানলেও চিরন্তন হয়ে রইল তাঁর মরণপন লড়াই । অভিনেত্রীর অকাল প্রয়াণের পর সেই লড়াইয়ের কথাই স্মরণ করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee mourns on Aindrila Sharma Death) ।
Prosenjit on Aindrila: 'তোমার ইচ্ছেশক্তি অনুপ্রেরণা হয়ে থাকুক', ঐন্দ্রিলার অকালপ্রয়াণে শোকবার্তা প্রসেনজিতের
ঐন্দ্রিলা শর্মা হার মানলেও চিরন্তন হয়ে রইল তাঁর মরণপন লড়াই । অভিনেত্রীর অকাল প্রয়াণের পর সেই লড়াইয়ের কথাই স্মরণ করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee mourns on Aindrila Sharma Death) ।
Etv Bharat
রবিবার সামাজিক মাধ্যমে প্রসেনজিৎ লিখেছেন, "ভালো থেকো ঐন্দ্রিলা । তোমার ইচ্ছেশক্তি অনুপ্রেরণা হয়ে থাকুক ।" স্বল্পবাক্যেই ঐন্দ্রিলার জীবনযুদ্ধের স্মৃতিচারণ করেছেন তিনি ।
আরও পড়ুন: জিয়নকাঠির জাদু ব্যর্থ করে অস্তাচলে ঐন্দ্রিলা, একনজরে জীবনযুদ্ধের কাহিনি