কলকাতা, 2 ডিসেম্বর:কোভিডের সময়ে বন্ধ ছিল সিনেমা হল, শুটিং ফ্লোর । তালা পড়েছিল নাটকের ঘরেও । ফলে, দীর্ঘদিন কর্মহীন হয়ে পড়তে হয়েছিল বহু নাট্যকর্মী থেকে অন্যান্য বিনোদন মাধ্যমের কলাকুশলীদের ৷ তাঁদের মধ্যেই একজন নির্দেশক প্রেমাংশু রায় । সেই সময়ে কাজের অভাবে বাড়ির সামনে ফাস্ট ফুডের দোকানও খুলেছিলেন তিনি ৷ সেই রোজগারেই চলছিল সংসার । সেই খবরও উঠে এসেছিল চর্চায় ৷
তবে সেসব এখন অতীত ৷ মঞ্চে ফেরার ইচ্ছেটা প্রেমাংশু বাঁচিয়ে রেখেছিলেন মনের ভিতরে ৷ আর সেই ইচ্ছাশক্তিতেই ফের মঞ্চে প্রেমাংশু রায় (Premangshu Roy New Drama)৷ কোভিড পরবর্তী সময়ে তাঁর নাট্যদল 'স্বপ্নালু'র তরফে আসছে নতুন নাটক 'নীল ছায়া' (Premangshu Roy New Drama is Coming Soon)। কোভিডকালীন এক প্রেমের গল্প নিয়ে তৈরি 'নীল ছায়া' নাটকটি । একজন ডাক্তার এবং এক যৌনকর্মীর প্রেমের গল্প । যৌনকর্মী ছায়া যখন চিকিৎসক নীলের সন্তানের মা হতে চলে, তখন সে তার পতিতাবৃত্তি ছেড়ে দেয় । কিন্তু এই চিকিৎসক তখন কোভিড আক্রান্তদের চিকিৎসায় ব্যস্ত । সে জানতই না ছায়া সন্তানসম্ভবা । রোগী বাঁচানোর মহাযজ্ঞে সে ভুলেই যায় ছায়ার কথা ৷ ছায়া মা হয়েছে জানার পর সে ফিরে আসে। কিন্তু ছায়া তাকে ফিরিয়ে দেয়। এখানেই শেষ নয় (New Drama Nil Chaya)।