কলকাতা, 2 ফেব্রুয়ারি:এবার লেখিকার ভূমিকায় অভিনেত্রী চাঁদনি সাহা। না, কোনও বাংলা ধারাবাহিক কিংবা, সিনেমা, ওয়েব সিরিজে নয়, তাঁর লেখা কবিতার বই প্রকাশিত হতে চলেছে এবারের বইমেলায়। চাঁদনি সাহার লেখনীতে 'তিন সত্যি' শীর্ষক কবিতার সংকলনটি প্রকাশিত হবে রোদরং প্রকাশনা থেকে আগামী 4 ফেব্রুয়ারি। বইমেলার মৃণাল সেন মুক্তমঞ্চে বইটির আনুষ্ঠানিক প্রকাশ ঘটার পর তা পাওয়া যাবে রোদরং-এর স্টলে (Chandni Saha First Book Tin Satti)।
কী আছে এই বইতে? চাঁদনি বলেন, "এই বইতে চল্লিশটা মতো কবিতা আছে। যা দেখি, যা অভিজ্ঞতা সঞ্চয় করি তা-ই ছন্দের আকারে লিখে রাখি। আমি ছন্দ ভালোবাসি। তাই ছন্দে থাকতে চাই।" কবে থেকে লেখা শুরু? চাঁদনির কথায়, "অনেক বছর ধরেই লিখছি। তবে, গত দু'তিন বছর ধরে বেশি লিখছি। সেগুলোই এক জায়গায় করে 'তিন সত্যি' নিয়ে আসছি। আমার মতো করে যারা ভাবে তারা হয়তো সম্পর্ক খুঁজে পাবেন লেখাগুলোর মধ্য়ে ৷"
গল্প লেখা হয়? চাঁদনি বলেন, "বড় গল্প লেখা হয় না। গল্প মাথায় এলে ছোট করেই লিখি মাঝেমধ্যে। অনেক সময় মোবাইলেও লিখে রাখি। কেননা সবসময় খাতা, পেন কাছে থাকে না। তবে, ছন্দ ভালোবাসি। তাই যা বলতে ইচ্ছা হয় তা ছন্দে বেঁধে রাখতেই বেশি ভাল লাগে।"