পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Chandni Saha First Book: বইমেলায় প্রকাশ পাবে অভিনেত্রী চাঁদনি সাহার প্রথম বই 'তিন সত্যি' - প্রকাশ পাবে চাঁদনি সাহার প্রথম বই তিন সত্যি

সামনে এল অভিনেত্রী চাঁদনি সাহার আরেকটি নতুন রূপ । এবার প্রকাশিত হতে চলেছে তাঁর নতুন কবিতার বই 'তিন সত্যি' (Chandni Saha First Book Tin Satti) ৷

Etv Bharat
প্রকাশিত হতে চলেছে অভিনেত্রী চাঁদনি সাহার প্রথম বই 'তিন সত্যি'

By

Published : Feb 1, 2023, 6:39 PM IST

কলকাতা, 2 ফেব্রুয়ারি:এবার লেখিকার ভূমিকায় অভিনেত্রী চাঁদনি সাহা। না, কোনও বাংলা ধারাবাহিক কিংবা, সিনেমা, ওয়েব সিরিজে নয়, তাঁর লেখা কবিতার বই প্রকাশিত হতে চলেছে এবারের বইমেলায়। চাঁদনি সাহার লেখনীতে 'তিন সত্যি' শীর্ষক কবিতার সংকলনটি প্রকাশিত হবে রোদরং প্রকাশনা থেকে আগামী 4 ফেব্রুয়ারি। বইমেলার মৃণাল সেন মুক্তমঞ্চে বইটির আনুষ্ঠানিক প্রকাশ ঘটার পর তা পাওয়া যাবে রোদরং-এর স্টলে (Chandni Saha First Book Tin Satti)।

কী আছে এই বইতে? চাঁদনি বলেন, "এই বইতে চল্লিশটা মতো কবিতা আছে। যা দেখি, যা অভিজ্ঞতা সঞ্চয় করি তা-ই ছন্দের আকারে লিখে রাখি। আমি ছন্দ ভালোবাসি। তাই ছন্দে থাকতে চাই।" কবে থেকে লেখা শুরু? চাঁদনির কথায়, "অনেক বছর ধরেই লিখছি। তবে, গত দু'তিন বছর ধরে বেশি লিখছি। সেগুলোই এক জায়গায় করে 'তিন সত্যি' নিয়ে আসছি। আমার মতো করে যারা ভাবে তারা হয়তো সম্পর্ক খুঁজে পাবেন লেখাগুলোর মধ্য়ে ৷"

গল্প লেখা হয়? চাঁদনি বলেন, "বড় গল্প লেখা হয় না। গল্প মাথায় এলে ছোট করেই লিখি মাঝেমধ্যে। অনেক সময় মোবাইলেও লিখে রাখি। কেননা সবসময় খাতা, পেন কাছে থাকে না। তবে, ছন্দ ভালোবাসি। তাই যা বলতে ইচ্ছা হয় তা ছন্দে বেঁধে রাখতেই বেশি ভাল লাগে।"

অভিনয় নাকি লেখালিখি কোনটা সহজ? চাঁদনির অকপট উত্তর, "এর উত্তর আমি দিতে পারব না সেভাবে। তবে, এটা বলব যে, একটা চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তুলতে অনেককিছুই করতে হয়। যখন মজার সিন করি তখন মজার কোনও ঘটনা মনে করার চেষ্টা করি । আর যখন কান্নার সিন করি তখন জীবনে ঘটে যাওয়া দু:খের কোনও ঘটনা মনে করার চেষ্টা করি । আর লেখালিখিটা আমি ছন্দে বাঁধি । অভিজ্ঞতা, ঘটনাবলি দিয়েই লিখি । এর বাইরে কিছু নয়। আমার বইতে যে অনেককিছু বার্তা মানুষ পাবে তা নয়। কবিতাগুলো লেখার পর ভাবলাম এই ভাষাগুলো আমি লিখেছি? ঠিক এই প্রশ্ন মাথায় আসার পরই ভাবি যদি বই হিসেবে আনতে পারি লেখাগুলোকে, তা হলে কেমন হয়? আর ঠিক সেই কারণেই এই বই।"

এবার লেখিকার ভূমিকায় অভিনেত্রী চাঁদনি সাহা

আরও পড়ুন: নির্মলার সঙ্গে শিবগামীর তুলনা, বাজেটের দিনে মিমে ভরল নেটপাড়া

প্রসঙ্গত, চাঁদনি বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ। সম্প্রতি শেষ করেছেন 'মাধবীলতা' ধারাবাহিকের কাজ। তাঁর ধারাবাহিকের তালিকা বেশ দীর্ঘ। 'কাছে আয় সই', 'বেনে বউ', 'মনসা', ' যমুনা ঢাকি', 'মাধবীলতা'। আর এবার তাঁর নতুন পরিচয় তিনি কবি ৷

ABOUT THE AUTHOR

...view details