পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Urvashi Rautela on Instagram: ইনস্টাগ্রামে ঊর্বশীকে ফলো করেছেন নাসিম শাহ! - Pak Cricketer Naseem Shah follows Urvashi Rautela

বলি অভিনেত্রী ঊর্বশী রাউতেলা এবং পাক ক্রিকেটার নাসিম শাহকে নিয়ে এখন চর্চা চরমে উঠেছে ৷ এর আগে ঊর্বশীকে চিনতে অস্বীকার করেছিলেন এই জোরে বোলার কিন্তু এখন নাকি তাঁকেই ইনস্টাগ্রামে অনুসরণ করছেন নাসিম(Pak Cricketer Naseem Shah and Urvashi Rautela) ৷

Urvashi Rautela on Instagram
ইনস্টাগ্রামে ঊর্বশীেকে ফলো করেছেন নাসিম শাহ!

By

Published : Sep 13, 2022, 3:55 PM IST

Updated : Sep 13, 2022, 4:13 PM IST

হায়দরাবাদ, 12 সেপ্টেম্বর: বলি অভিনেত্রী ঊর্বশী রাউতেলা এবং পাক ক্রিকেটার নাসিম শাহকে নিয়ে এখন চর্চা চরমে উঠেছে ৷ আগের দিন ঊর্বশীকে চিনতে অস্বীকার করেছিলেন এই জোরে বোলার কিন্তু এখন নাকি তাঁকেই ইনস্টাগ্রামে অনুসরণ করছেন নাসিম ৷ তাঁর অ্যাকাউন্টের বিভিন্ন পোস্টের স্ক্রিনশট নিয়ে তৈরি হয়েছে একাধিক মিম (Pak Cricketer Naseem Shah and Urvashi Rautela )৷

এই স্ক্রিনশটগুলিতে দেখা গিয়েছে প্রথমে ফলো করে ঊর্বশীকে ফের আনফলো করে দিয়েছেন নাসিম(Pak Cricketer Naseem Shah ) ৷ আদতে এই পুরো বিষয়টি শুরু হয় এশিয়া কাপ চলাকলীন ঊর্বশীর ইনস্টা স্টোরিতে শেয়ার করা একটি ভিডিয়ো থেকে ৷ ভিডিয়োটি দেখা গিয়েছিল গ্যালারিতে বসে হাসছেন ঊর্বশী ৷ আর অন্যদিকে নাসিমও গ্য়ালারির দিকে তাকিয়ে হাসছেন ৷ আসলে এমনভাবে ভিডিয়োটি এডিট করা হয় যা দেখে মনে হবে তাঁরা একে অপরের দিকে তাকিয়ে হাসছেন(Naseem Shah Instagram) ৷

এরপর নাসিম শাহের সঙ্গে তাঁর এই কাহিনি সামনে আসে

এই বছর এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচ মিস করেননি ঊর্বশী ৷ স্টেডিয়ামে বসেই খেলা দেখেছেন তিনি ৷ ম্যাচের টানটান উত্তেজনাও পুরোপুরি উপভোগ করেছেন নায়িকা ৷ এশিয়া কাপের আগে তাঁর সঙ্গে নাম জড়িয়েছিল ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থের ৷ নেটপাড়ার চর্চার বিষয় হয়ে উঠেছিল তাঁদের বাকবিতণ্ডা ৷ এরপর নাসিম শাহের সঙ্গে তাঁর এই কাহিনি সামনে আসে ৷

ঊর্বশীও তাঁর ইন্সটা স্টোরিতে আরেকটি পোস্ট শেয়ার করেছেন

আরও পডুন:ইতালি পাড়ি অনন্যার, ফের ভাইরাল বোল্ড লুকে

ঊর্বশীর ইনস্টায় যে ভিডিয়োটি পাওয়া যায় তা নিয়ে অবশ্য নাসিমকেও প্রশ্ন করা হয়েছিল ৷ তবে এই ফাস্ট বোলার অবশ্য় ঊর্বশীকে চিনতে অস্বীকার করেন ৷ নাসিমের এই বক্তব্যের পরে, ঊর্বশীও তাঁর ইন্সটা স্টোরিতে আরেকটি পোস্ট শেয়ার করেছেন (Urvashi Rautela on Instagram)৷

যেখানে অভিনেত্রী লিখেছেন, "কিছুদিন আগে আমার টিম কিছু ফ্যান মেড এডিট ভিডিয়ো শেয়ার করেছে। অন্যপক্ষের (অর্থাৎ নাসিম শাহ) অজান্তেই এটা শেয়ার করা হয়েছিল । এ নিয়ে কোনও সংবাদ না করার জন্য গণমাধ্যমকে অনুরোধ করা হচ্ছে । সবাইকে ধন্যবাদ এবং অনেক ভালোবাসা ।"

Last Updated : Sep 13, 2022, 4:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details