পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Padmanabha Dasgupta: নাট্য নির্দেশনায় হাতেখড়ি হচ্ছে পদ্মনাভর - পদ্মনাভ দাশগুপ্ত

আশির দশকের অতি সাধারণ জীবন থেকে ক্রমশ সাইবার যুগে হারিয়ে যাওয়া সেই পাড়ার রোজকার জীবনের আশা-নিরাশার, কান্না- হাসির, দোলাচলের রোজনামচার কথা বলে 'গোধূলি গগনে' ৷

ETV Bharat
Padmanabha Dasgupta

By

Published : Jul 29, 2023, 11:02 PM IST

কলকাতা, 29 জুলাই:'তঞ্চক প্রবঞ্চক', 'বিশ্বাসঘাতক', 'প্লে হাউজ' ও 'বরকতগঞ্জের বকরা'র মতো নাটকের পর এবার 'রাসবিহারী শৈলুষিক'-এর নতুন প্রযোজনা 'গোধূলি গগনে' মঞ্চস্থ হতে চলেছে জ্ঞান মঞ্চে । থর্ন টন ওয়াইন্ডারের নাটক 'আওয়ার টাউন'-এর অনুসরণের নাটকটি নাট্যকার ও নির্দেশক পদ্মনাভ দাশগুপ্ত । নাট্য নির্দেশক হিসেবে পদ্মনাভ দাশগুপ্তর এটিই প্রথম কাজ ।

বহুদিন ধরে বাংলা ছবির চিত্রনাট্য লেখা ও অভিনয়ের সঙ্গে যুক্ত পদ্মনাভ সম্প্রতি বেশ কিছু উল্লেখযোগ্য নাটক লেখা ও অনুবাদের কাজ করেছেন ৷ যার মধ্যে 'গোধূলি গগনে' অন্যতম । যে নাটকের মাধ্যমে তুলে ধরা হয়েছে ফেলে আসা সময়ের কোনও এক সাধারণ পাড়ার মানুষের জীবন, সংসার, ভালোবাসা, বিবাহ ও মৃত্যুর চিরায়ত মুহূর্ত ৷

ছোটখাটো সেই পাড়ার বাড়িগুলো আজ হাইরাইজ হয়ে গিয়েছে ৷ কয়লা ভাঙার আওয়াজ বা চড়ুই পাখির ডাক মুছে যায় নিরন্তর মোবাইলের আওয়াজে ৷ জেগে থাকে শুধু রাত জাগা এক সুবিশাল চাঁদ। ইটিভি ভারত পদ্মনাভ দাশগুপ্তর কাছ থেকে জেনে নেয় তাঁর এই নয়া সফরের নানা কথা ।
ইটিভি ভারত:নাট্য নির্দেশক হিসেবে প্রথমবার। কাজটা করে কতটা তৃপ্ত হলেন?

পদ্মনাভ: খুবই ভালো লেগেছে। আমার দল আমাকে এই দায়িত্ব দিয়েছে সেটা আমার কাছে বড় প্রাপ্তি। কমলেশ্বরের (মুখোপাধ্যায়) কাছে নাটকের খুটিনাটি শিখেছি। ওর নির্দেশনায় অভিনয় করেছি। সেই দলের দু'টি নতুন প্রযোজনার একটার দায়িত্ব পেয়ে ভালো লাগছে। পরের প্রযোজনা কমলেশ্বরের নির্দেশনাতে আসতে চলেছে। 'গোধূলি গগনে' নাটক হিসেবে আমার কাছে একটা পরীক্ষার জায়গা। হয়ত একটু অন্য ফর্মে, অন্য ভাবে গল্প বলা। মানুষের জীবনের কিছু আবহমান সত্যের হদিস এই নাটক।

ইটিভি ভারত:এরপর কী ছবি পরিচালনাতে পেতে পারি?

পদ্মনাভ: আপাতত ছবি করার কোনও ভাবনা নেই । ছবি করতে গেলে নিজের ভাবনার মতো করে করা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না । প্রযোজকদের পছন্দ হতে হয় । নাটকে নিজের পছন্দের ভাবনা নিয়ে কাজ করা যাচ্ছে । আপাতত সেটাই করতে চাই ।

ইটিভি ভারত:নাটকটা নিয়ে প্রস্তুতি কবে থেকে শুরু হয়?

পদ্মনাভ: 'আওয়ার টাউন' পড়েছিলাম করোনার সময়ে । তখন মনে হয়েছিল এই স্ট্রাকচারটা নিয়ে কাজ করতে চাই । তখন থেকে লেখা শুরু । নাটকের কাজ চলতি বছরের জুন মাসের শেষ থেকে শুরু করা হয়েছে ।

ইটিভি ভারত:এর আগেও অনেক নাটকের নাট্যকার হিসেবে কাজ করেছেন হঠাৎ নির্দেশনায় কেন?

পদ্মনাভ:দু’টো কারণে। প্রথমত 'গোধূলি গগনে' আমার খুব প্রিয় লেখাগুলোর ভেতর একটা হয়ে উঠেছে যেটা মঞ্চে দেখার একটা লোভ হল। দ্বিতীয়ত , এই নাটকটা আমার বা আমার বয়সের বহু সহ নাগরিকের মোবাইল বিহীন আড়ম্বরহীন, নিরিবিলি এক শান্ত সময়কে মনে করায়, যে প্রেক্ষিতে ফুটে ওঠে মানুষের জীবনের তিনটে শাশ্বত অধ্যায়।

ইটিভি ভারত:এই নাটক বর্তমান সময়ের মানুষকে কী বার্তা দেবে?

পদ্মনাভ: এই নাটক সোচ্চারে কিছু বলার নাটক না। খুব সহজ, সাধারণ অথচ বিরল কিছু আবেগ, কিছু সময়কে ফিরিয়ে দিয়ে দর্শককে মনে করাবে যে মৃত্যুর থেকে অপূর্ব কিছু হয় না।

আরও পড়ুন:'আমার বিশ্বাস তুমি দ্রুত সেরে উঠবে...', রুবেলের আরোগ্য কামনায় শ্বেতা

ইটিভি ভারত:কারা অভিনয় করছেন?

পদ্মনাভ: আমি তো আছি ৷ তাছাড়াও গৌতম পুরকায়স্থ, অর্জুন দাশগুপ্ত, শ্রমনা ঘোষ, নবনীতা দত্ত অভিনয় করেছেন । নাটকটি মঞ্চস্থ হবে 6 অগস্ট সন্ধে সাড়ে ছ'টায়, জ্ঞানমঞ্চে ।

ABOUT THE AUTHOR

...view details