মদন মিত্রকে নিয়ে আবেগী জুনিয়র পি সি সরকার কলকাতা, 4 অগস্ট: জুনিয়র পি সি সরকারের জীবনগাঁথা নিয়ে হাজির 'জুনিয়র- দ্য ম্যাজিশিয়ান অফ অল টাইম' । জুনিয়র পি সি সরকারের জাদু জীবনের মহাযজ্ঞ নিয়ে তৈরি হয়েছে একটি সুন্দর মিউজিক্যাল জার্নি । প্রদীপ সরকার থেকে জুনিয়র পি সি সরকার হয়ে ওঠার জার্নি বর্ণিত হয়েছে এই মিউজিক ভিডিয়োতে । সম্প্রতি এই ভিডিয়োটি প্রকাশিত হল কলকাতা প্রেস ক্লাবে ৷ হাজির ছিলেন জাদুকরের স্ত্রী জয়শ্রী সরকার, কন্যা মৌবাণী সরকার। সকলকে চমকে দিয়ে হাজির হন কামারহাটির বিধায়ক মদন মিত্র।
এই ভিডিয়ো সিরিজের ভাবনা, গল্প, চিত্রনাট্য, সবই অভিজিৎ পালের ৷ চারটি এপিসোডে আসবে 'জুনিয়র- দ্য ম্যাজিশিয়ান অফ অল টাইম'। প্রথম এপিসোডে গানের ব্যবহার নেই, পরেরগুলোতে থাকবে। থাকবে খরাজ মুখোপাধ্যায়ের কণ্ঠে ভাষ্যপাঠ । এদিন সাদা টি শার্ট, সাদা প্যন্ট আর ঝলমলে জ্যাকেটে হাজির হন কালারফুল মদন । তিনি জাদুকরের উদ্দেশ্যে বলেন, "আপনি কখন চেয়ার টানবেন, কখন কোনদিকে তাকাবেন আর কখন পিছিয়ে যাবেন এগুলো আমাদের মুখস্থ ছিল । পৃথিবী সারাজীবন জুনিয়র পি সি সরকারকে মনে রাখবে ।"
2014 সালে লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে বারাসত কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন জুনিয়র পি সি সরকার । সেই নির্বাচনে তিনি তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের কাছে পরাজিত হন । শাসক দলকে ভ্যানিস করে দেওয়ার মতো কথাও শোনা গিয়েছে পৃথিবী বিখ্যাত জাদুকরের মুখে । শুধু তাই নয়, সম্প্রতি নানান রাজনৈতিক বিষয় নিয়েও মুখ খুলতে দেখা গিয়েছে তাঁকে ৷ কিন্তুি এদিন মদনের প্রশংসায় পঞ্চমুখ হলেন সেই জাদুকর ৷
মদন মিত্রর প্রতি নিজের ভালোলাগার কথা জানিয়ে তিনি বলেন, "আমি মদন বাবুর ভক্ত । উনি কোন চেয়ার ছাড়লেন, কোন চেয়ারে বসলেন তাতে কি এলো গেল? তবে, ওঁর গায়ে কাদা ছিটলে খারাপ লাগে । ওঁকে আমার আজ একটা নাম দিতে ইচ্ছে করছে, 'বস'।" অমনি করতালিতে ফেটে পড়ে প্রেস ক্লাবের শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ । এই প্রসঙ্গে জাদুকর মহাজাতি সদনে ফের জাদু দেখানোর ইচ্ছাপ্রকাশ করে বলেন, "আমি আবার মহাজাতি সদনে ম্যাজিক শো করতে চাই । যদি আমাকে শো করতে দেওয়া হয় । কিন্তু ওই যে একটা গান আছে, ওরা আমাদের গান গাইতে দেয় না । তাই সুযোগ না পেলে করার উপায় নেই ।"
আরও পড়ুন:হানি টুম্পার জুটিতে আসছে 'শ্যামা', ভক্তি আর প্রেম মিলিয়ে জমবে কাহিনি
মদন মিত্র এদিন বলেন, "জীবনকে সত্যিই বাজি রেখে জাদু দেখাতেন জুনিয়র পি সি সরকার । যে জাদুতে তাঁর প্রাণ পর্যন্ত চলে যেতে পারত। যায়নি তার কারণ তিনি সর্বশ্রেষ্ঠ জাদুকর । তিনি প্রাণ বাঁচানোর জাদুটিও জানেন । আমি মনে করি, যে শ্রেষ্ঠ তাঁকে শ্রেষ্ঠত্বের সম্মান দেওয়া উচিত । তাঁর কোথায় অবস্থান সেটা বড় কথা নয় । বাংলার নাম যাঁরা সারা পৃথিবীতে পৌঁছেছেন তাঁদের মধ্যে একজন পি সি সরকার জুনিয়র । বাংলার মানুষের জন্য এই মুহূর্তে একজন নতুন পি সি সরকার দরকার।" মদন মিত্রর এই শেষ লাইনের মধ্যে কি লুকিয়ে রয়েছে কোনও রাজনৈতিক ইঙ্গিত? সময় দেবে সেই উত্তর ।