পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Iman Chakraborty Faced Harassment: ইমনের সঙ্গে অশালীন আচরণ-কটূক্তি ! গ্রেফতার অভিযুক্ত - Rigent Park

বৃহস্পতিবার রাতে ব্যাডমিন্টন খেলে বাড়ি ফিরছিলেন ইমন (Singer Iman Chakraborty)। সে সময়ই রাস্তায় হেনস্তার শিকার হলেন গায়িকা । অভিযুক্তকে গ্রেফতার করেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ ৷ গায়িকা ফেসবুক লাইভে এসে জানালেন পুরো ঘটনা।

Iman Chakraborty Faced Harassment
ইমনকে অশালীন আচরণ কটূক্তি

By

Published : Mar 3, 2023, 11:59 AM IST

Updated : Mar 3, 2023, 4:37 PM IST

কলকাতা, 3 মার্চ:কলকাতার রাস্তায় হেনস্থার শিকার গায়িকা ইমন চক্রবর্তী (Iman Chakraborty)৷ অভিযোগ, অশালীন আচরণ থেকে শুরু করে তাঁকে লক্ষ্য করে কটূক্তি করা হয় বৃহস্পতিবার রাতে ৷ প্রায় প্রতিদিনই স্বামী নীলাঞ্জন এবং আরও কিছু বন্ধু ব্যাডমিন্টন খেলতে যান ইমন। অন্যথা হয়নি এদিনও ৷ ব্যাডমিন্টন খেলে বাড়ি ফেরার সময় ঘটে এমন ঘটনা ৷ তিনি ততক্ষণাৎ স্থানীয় রিজেন্ট পার্ক (Rigent Park) থানায় অভিযোগ জানান । সেই মোতাবেক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ সামাজিক মাধ্যমে লাইভ করে সম্পূর্ণ ঘটনাটি জানালেন তিনি ৷

গতকাল খেলার পর পাশের একটি দোকানে ফল কিনতে যান গায়িকা। সঙ্গে ছিলেন তাঁর বন্ধুরাও। সেই সময়ই অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয় তাঁকে। ইমনের (Iman Chakraborty Get Harrased) অভিযোগ, সেখানেই বসেছিলেন অভিযুক্ত ব্যক্তি । ভিন্ন ভিন্ন ফলের নাম করে গায়িকাকে উদ্দেশ্য করে কটূক্তি করতে শুরু করেন তিনি । অশালীন ইঙ্গিতও করেন বলে অভিযোগ । ইমনের কথায়, প্রথমে তিনি ঘটনার প্রতিবাদ করেননি । কিন্তু, পাশের দোকানে চা খেতে গিয়েই একই ঘটনা ঘটে তাঁর সঙ্গে । তাও কোনও প্রতিবাদ না-করে সেখান থেকে গাড়িতে উঠে পড়েন ইমন । এরপর গাড়িতে ওঠার পরেও অভিযুক্ত ওই ব্যক্তি অশালীন নজরে তাকাতে থাকে ৷

আরও পড়ুন:ভ্যালেন্টাইন্স ডে থেকে বসন্ত উৎসব, সুরেলা আড্ডায় ইমন

কিন্তু তাঁর সঙ্গে হওয়া অন্যায় সহ্য করতে না-পেরে সেখান থেকে তিনি চলে যান রিজেন্ট থানায় ৷ সেই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ জানান গায়িকা ইমন। পুলিশ এসে সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি তথা রঞ্জন মজুমদারকে গ্রেফতারও করেছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের বিরুদ্ধে নিগ্রহ, শ্লীলতাহানি, শারীরিক হেনস্থার লিখিত অভিযোগ দায়ের করেছেন গায়িকা। শুক্রবার রাতে ঘটনা বিস্তারিত জানিয়ে ইমন ফেসবুক লাইভে বলেন, "আমরা মেয়েরা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করি। রাস্তার বেরোই। আমার বোন অফিসে যায়। এ সব বিকৃত মানসিকতার লোকের বিরুদ্ধে প্রতিবাদ না-করলে অন্যায় করতাম।" এই ঘটনার পর সকলের কাছে তাঁর একটাই অনুরোধ, "এমন দেখলে প্রতিবাদ করুন। প্রশাসনকে জানান। পুলিশ ব্যবস্থা নেয়। সাহস করে বেরিয়ে আসুন শুধু।"

Last Updated : Mar 3, 2023, 4:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details