কলকাতা, 3 মার্চ:কলকাতার রাস্তায় হেনস্থার শিকার গায়িকা ইমন চক্রবর্তী (Iman Chakraborty)৷ অভিযোগ, অশালীন আচরণ থেকে শুরু করে তাঁকে লক্ষ্য করে কটূক্তি করা হয় বৃহস্পতিবার রাতে ৷ প্রায় প্রতিদিনই স্বামী নীলাঞ্জন এবং আরও কিছু বন্ধু ব্যাডমিন্টন খেলতে যান ইমন। অন্যথা হয়নি এদিনও ৷ ব্যাডমিন্টন খেলে বাড়ি ফেরার সময় ঘটে এমন ঘটনা ৷ তিনি ততক্ষণাৎ স্থানীয় রিজেন্ট পার্ক (Rigent Park) থানায় অভিযোগ জানান । সেই মোতাবেক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ সামাজিক মাধ্যমে লাইভ করে সম্পূর্ণ ঘটনাটি জানালেন তিনি ৷
গতকাল খেলার পর পাশের একটি দোকানে ফল কিনতে যান গায়িকা। সঙ্গে ছিলেন তাঁর বন্ধুরাও। সেই সময়ই অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয় তাঁকে। ইমনের (Iman Chakraborty Get Harrased) অভিযোগ, সেখানেই বসেছিলেন অভিযুক্ত ব্যক্তি । ভিন্ন ভিন্ন ফলের নাম করে গায়িকাকে উদ্দেশ্য করে কটূক্তি করতে শুরু করেন তিনি । অশালীন ইঙ্গিতও করেন বলে অভিযোগ । ইমনের কথায়, প্রথমে তিনি ঘটনার প্রতিবাদ করেননি । কিন্তু, পাশের দোকানে চা খেতে গিয়েই একই ঘটনা ঘটে তাঁর সঙ্গে । তাও কোনও প্রতিবাদ না-করে সেখান থেকে গাড়িতে উঠে পড়েন ইমন । এরপর গাড়িতে ওঠার পরেও অভিযুক্ত ওই ব্যক্তি অশালীন নজরে তাকাতে থাকে ৷