কলকাতা, 12 এপ্রিল : খুব বেশিদিন হয়নি বিয়ে হয়েছে তাঁদের । বৈদিক মতে কন্যাদান ব্যাতিরেকে বিয়ে হয় তাঁদের । টলিউডের জনপ্রিয় দুই অভিনেতা-অভিনেত্রী ওম সাহানি এবং মিমি দত্ত পথ চলা শুরু করেন একসঙ্গে । ওম মূলত এখন বড়পর্দায় ব্যস্ত । আর মিমি ব্যস্ত ছোটপর্দা নিয়ে । এই রিয়েল লাইফ জুটি পয়লা বৈশাখ হাজির হবেন সুদীপার 'রান্নাঘর'-এ (Om Mimi will share their journey in Rannaghar)।
প্রত্যেক পর্বের মত এই পর্বেও থাকবে হাসি, মজা, গল্প । তার সঙ্গে লোভনীয় রান্না । এদিনের পর্বে এক ভিন্নধর্মী পদ রাঁধবেন পর্দার টোনাটুনি মানে ওম-মিমি । মাংসের ডাব মালাই রাঁধবেন দু'জনে । ১৫ এপ্রিল টিভির পর্দায় আসতে চলেছে এই পর্ব ৷ প্রসঙ্গত, ওম অভিনীত 'ভয় পেও না' ছবিটি খুব শীঘ্রই আসছে বড় পর্দায় । এই ছবির হাত ধরেই শ্রাবন্তীর সঙ্গে জুটি বাঁধছেন এই অভিনেতা । এখানে এক চিকিৎসকের ভূমিকায় দেখা যাবে তাঁকে ।