পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Large Peg: নারীবেষ্টিত অনিন্দ্যর জীবনে জমাটি রহস্য ! ওয়েবে এবার লার্জ পেগ - লার্জ পেগ

নারীবেষ্টিত অনিন্দ্যর জীবনে জমাট বাঁধছে রহস্য ! ওয়েবে এই গল্প নিয়েই এবার আসছে নয়া ওয়েব সিরিজ (New web series) 'লার্জ পেগ' (Large Peg)৷

New web series Large Peg's trailer releases
নারীবেষ্টিত অনিন্দ্যর জীবনে জমাটি রহস্য ! ওয়েবে এবার লার্জ পেগ

By

Published : Apr 26, 2022, 5:28 PM IST

কলকাতা, 26 এপ্রিল: প্রতিদিনই কোনও না কোনও ওয়েব সিরিজের সন্ধান দিচ্ছে ওটিটি প্ল্যাটফর্মগুলি (New web series)। সাম্প্রতিককালের এই আধুনিক মাধ্যম মানুষের জীবনকে বিনোদনে ভরিয়ে তুলছে । নিত্যনতুন গল্প দেখতে হলে কয়েকটা ক্লিকই যথেষ্ট । সম্প্রতি মিলল আরেকটি ওয়েব সিরিজের সন্ধান ৷

হাজির হল অংশুমান বন্দ্যোপাধ্যায় পরিচালিত এবং ওসেনিক মিডিয়া সল্যুশন, কলাবতী প্রোডাকশন এবং কোয়ান্টাম অ্যান্ড শেডস প্রযোজিত আসন্ন ওয়েব সিরিজ 'লার্জ পেগ'-এর ট্রেলার (Large Peg)। এই ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরিজের কলাকুশলী থেকে পরিচালক সকলেই ।

এই সিরিজে অভিনয় করছেন সায়ন্তনী গুহঠাকুরতা, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, শ্রীতমা দে, পায়েল রায়, সারা এম. নাথ-সহ আরও অনেক নতুন এবং পরিচিত মুখ । এই ওয়েব সিরিজের কাহিনি এবং চিত্রনাট্য লিখেছেন সৈকত ঘোষ ও প্রত্যূষা সরকার । সংগীত নির্মাণের দায়িত্বে রয়েছেন সমীক কুন্ডু এবং চিত্রগ্রহণে রয়েছেন শান্তনু বন্দ্যোপাধ্যায় ।

Large Peg

আরও পড়ুন:Kiff 2022: রাজ্যে হবে সিনে মিউজিয়াম, চলচ্চিত্র উৎসবে ঘোষণা মমতার

সিরিজটি একটি সাইকোলজিকাল থ্রিলার । একজন লেখকের জীবনে ঘটে যায় অপ্রত্যাশিত একাধিক ঘটনা । শুধু তাই নয়, তার জীবনে একাধিক নারীর আনাগোনা এবং তাদের প্রভাবে তৈরি হওয়া রহস্য নিয়েই এই ওয়েব সিরিজ । লেখকের ভূমিকায় অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় । প্রত্যেকটি চরিত্রেই তিনি নিজেকে ভাঙেন এবং গড়েন । এখানে কতটা নিজের মধ্যে ভাঙাগড়ার খেলা খেললেন তিনি সেটাই দেখার । সিরিজটি খুব শিগগিরই মুক্তি পেতে চলেছে একটি ওটিটি প্ল্যাটফর্মে ।

ABOUT THE AUTHOR

...view details