পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Actors on Ferari Mon: বুলেট চালিয়ে কনে হাজির বিয়ের মণ্ডপে, আসছে 'ফেরারি মন'-এর জমজমাট পর্ব - বুলেট চালিয়ে কনে হাজির বিয়ের মণ্ডপে

ফেরারি মন ধারাবাহিকে আসতে চলেছে নতুন জমজমাট পর্ব ৷ বুলেট চালিয়ে বিয়ের কনে হাজির হবে মণ্ডপে ৷ নতুন পর্ব নিয়ে তাঁদের মতামত জানালেন অভিনেতা-অভিনেত্রীরা(Actors on Ferari Mon) ৷

Etv Bharat
ফেরারি মন ধারাবাহিকে আসতে চলেছে নতুন জমজমাট পর্ব

By

Published : Jan 20, 2023, 12:52 PM IST

Updated : Jan 20, 2023, 5:29 PM IST

ফেরারি মন ধারাবাহিকে আসতে চলেছে নতুন জমজমাট পর্ব

কলকাতা,20 জানুয়ারি: বাংলা টেলিভিশনের পর্দায় চলছে ধারাবাহিক 'ফেরারি মন'। বিয়ের মরশুমে ধারাবাহিকেও 'যদি দং হৃদয়ং মম...'-র সুর । হাজির হয়েছে প্রোমো । সেখানে দেখা যাচ্ছে গল্পের নায়িকা তুলসি গুণ্ডা দমন করে বুলেটে চেপে আসছে বিয়ের মণ্ডপে । পরনে বিয়ের বেনারসি আর চোখে সানগ্লাস । সুতরাং বোঝাই যাচ্ছে, ধুন্ধুমার পর্ব আসতে চলেছে 'ফেরারি মন' ধারাবাহিকে ।

গল্পের দিকে তাকালে জানা যায়, পরমা তার ছেলে অগ্নির বিয়ে ঠিক করেছে ময়নার মেয়ে চন্দনার সঙ্গে । ওদিকে একটা পার্টিতে তুলসির চুড়ান্ত সম্মানহানি করে অগ্নি । যার খেসারত অগ্নির বাবা মন্ত্রী হৃষিকেশ দিতে চায় তুলসির সঙ্গে অগ্নির বিয়ে দিয়ে । আর এতে স্বাভাবিকভাবেই বাধা দেয় পরমা । ফলে তুলসির সঙ্গে বিয়ে আটকানোর জন্য সে নানাবিধ ফন্দি আঁটে । সেই ফন্দির সঙ্গে লড়াই করে তুলসি । আর লড়াইতে জিতে সে বুলেট চালিয়ে পৌঁছবে বিয়ের মণ্ডপে ।

এখানেই শেষ নয়, এই ধারাবাহিকে তুলসি নিজেই অগ্নির নামে পরে নেয় সিঁদুর । এমন দৃশ্যেরও সাক্ষী থেকেছে বাংলা টেলিভিশনের দর্শক । এই দৃশ্য অবশ্য 'ধুলোকণা'তেও দেখেছে দর্শক । তবে, বুলেট চেপে কোনও কনে বিয়ের মণ্ডপে আসছে এই ঘটনা বাংলা টেলিভিশনে প্রথমবার, তা বলার অপেক্ষা রাখে না । বাংলায় এ ধরনের দৃশ্য এই প্রথম দেখা গেলেও বলিউডের দর্শকদের কাছে এটি অবশ্য তেমন নতুন কোনও অভিজ্ঞতা নয় ।

'ফেরারি মন'-এ এহেন ট্র‍্যাক আসার আভাস পেয়েই ইটিভি ভারত পৌঁছে যায় ধারাবাহিকের সেটে । সেখানে গিয়ে কথা বলে নেয় অগ্নি, তুলসি, পরমা এবং ময়নার সঙ্গে। অগ্নি এবং তুলসির দুজনেরই কথায়,"মেয়েদের অপমান হলে তাদেরকে গর্জে উঠে প্রতিবাদ জানাতে হবে। আর তুলসি যেটা করছে সেটাই করা উচিত আর পাঁচটা মেয়ের। কিন্তু তুলসি কী কী করছে আর কীভাবে করছে সেটা দেখার জন্য দেখতে হবে ধারাবাহিকের আসন্ন পর্বগুলি (Actors on Ferari Mon)।"

ময়না অর্থাৎ পিঙ্কি বন্দ্যোপাধ্যায় বলেন, " খুব ভাল একটা ইউনিট। দারুণ গল্প। যদিও সন্দীপ চৌধুরীর চিত্রনাট্য খুব মিস করছি। তবে, আমরাও আমাদের মতো করে ভালটুকু দেওয়ার চেষ্টায় আছি।"

আরও পড়ুন:নেই 'আরআরআর', ব্রিটিশ আকাডেমি পুরস্কারের লড়াইয়ে বাঙালির তথ্যচিত্র

পরমা অর্থাৎ বিদীপ্তা চক্রবর্তী বলেন, "খুব ইন্টারেস্টিং পর্ব আসছে । আশা করি ভাল লাগবে সকলের ।" প্রসঙ্গত, শ্যুটিং-এর ফাঁকে স্টুডিয়ো চত্বরে নানান আড্ডা গল্পে মেতে উঠতে দেখা গেল শিল্পীদের। সকলের প্রিয় পোষ্য বুলেটও তাঁদের শরিক হয় সবসময়।

Last Updated : Jan 20, 2023, 5:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details