কলকাতা,20 জানুয়ারি: বাংলা টেলিভিশনের পর্দায় চলছে ধারাবাহিক 'ফেরারি মন'। বিয়ের মরশুমে ধারাবাহিকেও 'যদি দং হৃদয়ং মম...'-র সুর । হাজির হয়েছে প্রোমো । সেখানে দেখা যাচ্ছে গল্পের নায়িকা তুলসি গুণ্ডা দমন করে বুলেটে চেপে আসছে বিয়ের মণ্ডপে । পরনে বিয়ের বেনারসি আর চোখে সানগ্লাস । সুতরাং বোঝাই যাচ্ছে, ধুন্ধুমার পর্ব আসতে চলেছে 'ফেরারি মন' ধারাবাহিকে ।
গল্পের দিকে তাকালে জানা যায়, পরমা তার ছেলে অগ্নির বিয়ে ঠিক করেছে ময়নার মেয়ে চন্দনার সঙ্গে । ওদিকে একটা পার্টিতে তুলসির চুড়ান্ত সম্মানহানি করে অগ্নি । যার খেসারত অগ্নির বাবা মন্ত্রী হৃষিকেশ দিতে চায় তুলসির সঙ্গে অগ্নির বিয়ে দিয়ে । আর এতে স্বাভাবিকভাবেই বাধা দেয় পরমা । ফলে তুলসির সঙ্গে বিয়ে আটকানোর জন্য সে নানাবিধ ফন্দি আঁটে । সেই ফন্দির সঙ্গে লড়াই করে তুলসি । আর লড়াইতে জিতে সে বুলেট চালিয়ে পৌঁছবে বিয়ের মণ্ডপে ।
এখানেই শেষ নয়, এই ধারাবাহিকে তুলসি নিজেই অগ্নির নামে পরে নেয় সিঁদুর । এমন দৃশ্যেরও সাক্ষী থেকেছে বাংলা টেলিভিশনের দর্শক । এই দৃশ্য অবশ্য 'ধুলোকণা'তেও দেখেছে দর্শক । তবে, বুলেট চেপে কোনও কনে বিয়ের মণ্ডপে আসছে এই ঘটনা বাংলা টেলিভিশনে প্রথমবার, তা বলার অপেক্ষা রাখে না । বাংলায় এ ধরনের দৃশ্য এই প্রথম দেখা গেলেও বলিউডের দর্শকদের কাছে এটি অবশ্য তেমন নতুন কোনও অভিজ্ঞতা নয় ।