পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

New Tv Serial: ছোটপর্দায় আসছে 'বিয়ের ফুল', দর্শক পাচ্ছে একাধিক নতুন জুটি - ছোটপর্দায় বিয়ের ফুল

ছোটপর্দায় আসতে চলেছে নতুন ধারাবাহিক বিয়ের ফুল ৷ জুন মাসে থেকেই এই ধারাবাহিক দেখতে পাবেন দর্শকরা ৷ নতুন ধারাবাহিকে জুটিও নতুন ৷

New Tv Serial
ছোটপর্দায় শুরু হতে চলেছে 'বিয়ের ফুল'

By

Published : May 18, 2023, 7:19 PM IST

কলকাতা, 18 মে : 1996 সালে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রানি মুখোপাধ্যায়, ইন্দ্রাণী হালদার ও সব্যসাচী চক্রবর্তী অভিনীত ছবি 'বিয়ের ফুল' সেই সময়ে ব্যাপক সাড়া ফেলেছিল ৷ বড় পর্দায় হিট সেই ছবির গান ফিরত লোকের মুখে মুখে ৷ প্রায় তিনদশক পর সেই ছবির নাম ধার করে ছোটপর্দায় ফিরছে 'বিয়ের ফুল' ৷ যদিও সেই ছবির সঙ্গে এর গল্পের কোনও মিল নেই ৷ সবমিলিয়ে নতুন আমেজে আবার আসতে চলেছে 'বিয়ের ফুল' ৷ পরিচালনায় শিবাংশু ভট্টাচার্য ৷

'বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা...' এই গান নয়ের দশকে মাতিয়ে দিয়েছিল দর্শকদের ৷ বিয়েবাড়ির অ্যান্থম সং হয়ে দাঁড়িয়েছিল 'বিয়ের ফুল'-এর গান ৷ এই ছবির হাত ধরেই বলিউডের রানি পা রেখেছিলেন সেলুলয়েডের পর্দায় ৷ রাম মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি গানে-গল্পে ছিল এককথায় হিট ৷ সেই ছবির নাম নিয়েই এবার ছোট পর্দায় আসছে ধারাবাহিক 'বিয়ের ফুল' ৷ তবে গল্প একেবারেই আলাদা ৷ এখানে ধারাবাহিকের গল্প আবর্তিত হতে চলেছে পাঁচ ভাই ও তাঁদের দাদুকে কেন্দ্র করে। বড় ভাই মারা গিয়েছে। দাদুর আশীর্বাদ ও অধ্যক্ষের ছায়াতলে এই পাঁচ ভাইয়ের জীবন কাটে। ভাইদের জীবনের একমাত্র লক্ষ্য হল কোনও মহিলার সংস্পর্শে না আসা। দাদু অর্থাৎ চিরকুমার ব্রহ্মচারীর সঙ্গে নাতিরা প্রতিদিন সকালে প্রতিশ্রুতি পালন করেন বিয়ে না-করার।

আরও পড়ুন: এই গরমে ওটিটি-তে দেখুন রাজর্ষি দের 'আবার কাঞ্চনজঙ্ঘা'

নারীসঙ্গ থেকে তাঁদের দূরে থাকার পিছনে আরও একটি বড় কারণ হচ্ছে অতীতের এক দুর্ঘটনা। যে দুর্ঘটনার কারণে ধারাবাহিকের খলনায়িকা দর্শনার একমাত্র লক্ষ্য হয় যে, সে ব্রহ্মচারী বাড়ির ছেলেদের মধ্যে কেউ যেন বিয়ে না করে তা নিশ্চিত করা। দর্শনা সর্বদা ব্রহ্মচারী পরিবারের ক্ষতি করার উপায় খুঁজে বের করতে ব্যস্ত থাকেন। গল্পে যেমন আছে কমেডি তেমনি আছে সিরিয়াস কিছু বিষয়। যা দর্শক উপভোগ করতে পারবে পর্বের পরতে পরতে ৷

অন্যদিকে বক্সিং চ্যাম্পিয়ন মেয়ে ইচ্ছে, ছোট ভাই আর্য কুমারের প্রেমে পড়ে যান। সুন্দরী কলি পড়ে স্বর্ণ কুমারের প্রেমে। কী হবে এরপরে? প্রেম কি সফল হবে তাঁদের? সেই গল্পই তুলে ধরা হবে 'বিয়ের ফুল' ধারাবাহিকে ৷ পাশাপাশি ধারাবাহিকে দেখা যাবে দু'জোড়া নতুন অভিনেতা-অভিনেত্রী ৷ মুখ্য চরিত্রে অভিনয় করেছেন দুলাল লাহিড়ী, মনোজ ওঝা, সৌম্য বন্দ্যোপাধ্যায়, সৌগত বন্দ্যোপাধ্যায়, রাজা গোস্বামী, সৌভিক বন্দ্যোপাধ্যায়, একতা গাঙ্গুলি, নবনীতা দাস, সুদীপা বসু, রিমঝিম মিত্র, কৌশিক চক্রবর্তী প্রমুখ।

উল্লেখ্য, রাজা গোস্বামীর সঙ্গে জুটি বাঁধছেন নবনীতা দাস। সৌভিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধছেন একতা গাঙ্গুলি। ধারাবাহিক পরিচালনার দায়িত্বে রয়েছেন শিবাংশু ভট্টাচার্য। সঙ্গীত পরিচালনায় দেবজ্যোতি মিশ্র। আবহ সঙ্গীতে প্রাঞ্জল। কস্টিউম ডিজাইন করেছেন অভিষেক রায়। জুন মাস থেকেই টেলিভিশনের পর্দায় শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক 'বিয়ের ফুল'।

ABOUT THE AUTHOR

...view details