পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Mithai: খড়কুটোর পথেই মিঠাই, আসছে নয়া মোড় - বাংলা ধারাবাহিক

খড়কুটোর পথেই হাঁটতে চলেছে বাংলা ধারাবাহিক (Bengali TV Serial) মিঠাই (Mithai)৷ এই গল্পে আসছে নয়া মোড় ৷ মৃত্যুর পর নয়া অবতারে হাজির হচ্ছেন এমন একজন, যাঁকে অবিকল দেখতে মিঠাইয়ের মতো (New turn in Mithai)৷

new turn is coming in Bengali TV Serial Mithai
খড়কুটোর পথেই মিঠাই, আসছে নয়া মোড়

By

Published : Nov 6, 2022, 12:16 PM IST

কলকাতা, 6 নভেম্বর:মিল খুঁজতে গেলে মিল, আর নয়া ট্রেন্ড ভাবলে নয়া ট্রেন্ড । হ্যাঁ, এই সময়ে দাঁড়িয়ে বাংলা ধারাবাহিক (Bengali TV Serial) নিয়ে এই কথা একশো ভাগ খাঁটি । এত কথা বলার একটাই কারণ । 'মিঠাই' (Mithai) ধারাবাহিকে আসছে নয়া মোড় (New turn in Mithai)।

সাম্প্রতিক প্রোমোতে দেখা যাচ্ছে যে, মারা গিয়েছে গল্পের নায়িকা মিঠাই রানি । সে জন্ম দিয়েছে পুত্র সন্তানের । উচ্ছেবাবু আর তার পরিবারের কোলেপিঠেই মানুষ হচ্ছে মা হারা শাক্য । তার দৌরাত্ম্যে অস্থির মোদক বাড়ি । তাকে পড়াতে নতুন প্রাইভেট টিউটর আসছে । এর কাছে শাক্য ঠিক করে না পড়লে তাকে বোর্ডিং-এ পাঠিয়ে দেবে উচ্ছেবাবু অর্থাৎ সিদ্ধার্থ । অবশেষে বাড়িতে আগমন ঘটে মিঠাইয়ের ছেলে শাক্যর প্রাইভেট টিউটর মিঠির । তাকে দেখে চমকে ওঠে মোদক বাড়ির সকলে । তাকে দেখতে অবিকল মিঠাইয়ের মতো । তবে, মিঠাইয়ের মতো সে আটপৌরে নয় । সে স্মার্ট, স্টাইলিশ, ইংরেজিতে তুখোড় । এরপর গল্প কোনদিকে এগোয় তা দেখার জন্য উদগ্রীব দর্শক ।

ও দিকে মিঠাইকে মৃত দেখানোর সিদ্ধান্তে কাহিনিকারের প্রতি সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছে দর্শককূল । ঠিক যেমন প্রতিবাদের ঝড় উঠেছিল যখন গুনগুনকে 'খড়কুটো' ধারাবাহিকে মৃত দেখিয়েছিলেন কাহিনিকার লীনা গঙ্গোপাধ্যায় । তবে তাদের কষ্টকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছিলেন তিনি । ফের এক গুনগুনকে গল্পে হাজির করে তিনি দর্শকের মুখে হাসি ফোটান । এ বারও ঠিক একই ঘটনা ঘটতে চলেছ 'মিঠাই' ধারাবাহিকে । যেখানে অবিকল মিঠাইয়ের মতো দেখতে একজন আসছে মোদক বাড়িতে ।

আরও পড়ুন:ওটিটিতে হাজির রাজা চন্দর 'আম্রপালি'

ফলে অনেকেরই মনে হতে পারে 'খড়কুটো'র পথে হাঁটছে 'মিঠাই'। আপাতদৃষ্টিতে তা-ই । কিন্তু 'মিঠাই'-এর গল্পে নতুন চরিত্রের নাম মিঠি । আর 'খড়কুটো'তে গুনগুনের নাম গুনগুনই রাখা হয়েছিল । সেই পর্বেই শেষ হয় ধারাবাহিকটি । সেই পথে কি হাঁটবে 'মিঠাই'ও ? নাকি নতুন সময়ে মিঠিকে ঘিরে আরও কিছুটা এগোবে গল্প ? এ বার সেটাই দেখার । 14 নভেম্বর থেকে প্রতিদিন সন্ধে 6 টায় টিভির পর্দায় ধরা দেবে নয়া মিঠাই ।

ABOUT THE AUTHOR

...view details