পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

New Serial Tute: ছোটপর্দায় জুটি বাঁধছেন সান্টু আর খুকুমণি, আসছে নতুন ধারাবাহিক 'তুঁতে' - দীপান্বিতা রক্ষিত

ছোটপর্দায় আসতে চলেছে নতুন ধারাবাহিক 'তুঁতে' । ধারাবাহিকে জুটি বাঁধতে চলেছেন দীপান্বিতা রক্ষিত এবং সৈয়দ আরেফিন ।

New Serial Tute
জুটি বাঁধছেন সান্টু আর খুকুমণি

By

Published : Apr 25, 2023, 9:05 PM IST

কলকাতা, 25 এপ্রিল: ছোটপর্দায় ফিরছে সান্টু গুণ্ডা এবং খুকুমণি । বাংলা টেলিভিশনে এই দু'টি চরিত্র একটা সময়ে যে প্রবল সাড়া ফেলেছিল দর্শকমনে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না । একদিকে সান্টু গুণ্ডার মস্তানি মনোভাবের আড়ালে প্রতিবাদী মনোভাব, অন্যদিকে খুকুমণির মতো লড়াকু, ডাকাবুকো, মমতাময়ী, প্রতিবাদী তরুণী ।ফের একবার জুটি বাঁধছেন দু'জনে। কারণ এবার পর্দায় আসতে চলেছে নতুন ধারাবাহিক 'তুঁতে'।

'খুকুমণি হোম ডেলিভারি' শেষ হওয়ার পর 'ডান্স ডান্স জুনিয়র সিজন থ্রি'র মঞ্চে ক্যাপ্টেনের আসনে বসেছিলেন দীপান্বিতা রক্ষিত । কিন্তু 'খেলাঘর' শেষ হওয়ার পর আর কোনও ধারাবাহিকে দেখা যায়নি সৈয়দ আরেফিনকে । এবার কামব্যাক করছেন দু'জনে জুটি বেঁধে একই ধারাবাহিকে । ইতিমধ্যেই হাজির হয়েছে নতুন এই ধারাবাহিকের প্রোমো।

আর এই প্রোমো ভিডিয়োতে দেখা গিয়েছে তুঁতে ভালো সেলাই করে এবং সে বিভিন্ন ধরনের ডিজাইনার জামা বানায় । এই চরিত্রেই অভিনয় করেছেন দীপান্বিতা । গল্প অনুযায়ী, ভবিষ্যতে তুঁতে হতে চায় একজন ফ্যাশন ডিজাইনার । স্বপ্নপূরণ করতে সে কলকাতায় এক ডিজাইনার গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে এসে পৌঁছয় । সবাই তাঁকে কাজের লোক ভেবে বসে । কী হবে এরপর? জানা যাবে ধারাবাহিক শুরু হলে।

কবে থেকে শুরু হতে চলেছে এই নতুন ধারাবাহিক? তা অবশ্য় জানা যায়নি এখনও। তবে দীপান্বিতা, আরেফিন ছাড়াও এই ধারাবাহিকে দেখা যাবে রূপসা চট্টোপাধ্যায়, মৈত্রেয়ী মিত্র, অনন্যা সেনগুপ্ত, অনন্যা গুহ, মল্লিকা বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেককেই। প্রসঙ্গত অনন্যা গুহ এবং অনন্যা সেনগুপ্ত দু'জনেই এই মুহূর্তে অভিনয় করছেন 'কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ' ধারাবাহিকে। পাশাপাশি এবার আসতে চলেছে তাঁদের নতুন কাজ । অন্যদিকে দীর্ঘ বিরতির পর কোনও ধারাবাহিকে দেখা যাবে রূপসা চট্টোপাধ্যায়কে। তাও পজিটিভ কোনও চরিত্রে নয়, তিনি ফিরতে চলেছেন খল চরিত্রে ।

আরও পড়ুন:কবে হবে 96তম অস্কার প্রদান অনুষ্ঠান ? দিনক্ষণ ঠিক করে ফেলল অ্যাকাডেমি

ABOUT THE AUTHOR

...view details