পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

New Serial Tomar Khola Hawa: বাংলার ইয়ংগেস্ট শাশুড়ি মাকে নিয়ে আসছে 'তোমার খোলা হাওয়া' - Swastika Dutta on Tomar Khola Hawa

12 ডিসেম্বর থেকে টিভির পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'তোমার খোলা হাওয়া'(New Serial Tomar Khola Hawa is Coming Soon)। প্রথমবার এই ধারাবাহিকে জুটি বাঁধছেন শুভঙ্কর সাহা এবং স্বস্তিকা দত্ত ।

New Serial Tomar Khola Hawa
ভেন্ট্রিলোকুইস্টের চরিত্রে স্বস্তিকা, আসছে 'তোমার খোলা হাওয়া'

By

Published : Dec 9, 2022, 12:44 PM IST

Updated : Dec 9, 2022, 7:48 PM IST

কলকাতা, 9 ডিসেম্বর: 12 ডিসেম্বর থেকে টিভির পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'তোমার খোলা হাওয়া'। এই ধারাবাহিকেই প্রথমবার জুটি বাঁধছেন শুভঙ্কর সাহা এবং স্বস্তিকা দত্ত । স্বস্তিকাকে দেখা যাবে একজন ভেন্ট্রিলোকুইস্টের চরিত্রে । তাঁর চরিত্রের নাম ঝিলমিল । সে বনগাঁর মেয়ে । বাবা, সৎ মা, ভাই-বোনকে নিয়ে ঝিলমিলের জীবন বাঁধা । ঝিলমিল খোলামেলা, প্রাণচঞ্চল । তার একটি বন্ধু আছে। নাম টুনি। এই টুনিকে নিয়েই খেলা দেখায় সে (New Serial Tomar Khola Hawa)।

ভেন্ট্রিলোকুইস্টের চরিত্রে অভিনয় করতে গিয়ে কীভাবে নিজেকে তৈরি করেছেন স্বস্তিকা(Swastika Dutta onTomar Khola Hawa)? অভিনেত্রী বলেন, "দেড়-দু'মাসের মধ্যে নিজেকে তৈরি করেছি আমি । বাংলা টেলিভিশনে এই প্রথম এরকম একটা শিল্প নিয়ে কাজ হচ্ছে । আর সেখানে আমি রয়েছি । এটা তো একটা দারুণ পাওয়া । তার উপরে একটা শিল্প আমি রপ্ত করে ফেললাম । এটাও বেশ ভালো লাগছে(Tomar Khola Hawa is Coming Soon) ।"

12 ডিসেম্বর থেকে টিভির পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'তোমার খোলা হাওয়া'

অন্যদিকে আবির রায় চাপা স্বভাবের । কথা কম বলে সে৷ কঠিন নিয়মে নিজের জীবনকে বেঁধে রেখেছে সে । আবির অর্থাৎ শুভঙ্কর সাহা জানান, " এতদিন যে ধরনের চরিত্রে অভিনয় করেছি তার প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার কোথাও গিয়ে মিল ছিল । কিন্তু এবার একেবারে আলাদা । এরকম ইমেজ নিয়ে আমি কখনও অভিনয় করিনি । এত গম্ভীর তো আমি নই । আমি যে ভয়েসে কথা বলি আবিরের সঙ্গে সেই ভয়েস যায় না । ফলে, খুব কঠিন একটা চরিত্র । তাই নিজেকে ভাঙতে গড়তে হচ্ছে প্রচুর । আবিরের আত্মাটাকে ধরার চেষ্টা করছি নিজেকে আবির হিসেবে গড়ে তুলতে ।"

আসছে 'তোমার খোলা হাওয়া'

আরও পড়ুন:জিতু কমলের গাড়িতে ধাক্কা, অভিযোগ জানাতে গেলে নবনীতাকে খুন ও ধর্ষণের হুমকি ঘাতক চালকের; পুলিশ নীরব দর্শক

ধারাবাহিকে অন্য সব চরিত্রে রয়েছেন খেয়ালি দস্তিদার, দিয়া চক্রবর্তী, রাইমা সেনগুপ্ত, অর্পিতা মুখোপাধ্যায়, দেবনাথ চট্টোপাধ্যায়-সহ আরও অনেকে। 12 ডিসেম্বর থেকে সোম থেকে শুক্র রাত সাড়ে ন'টায় আসছে 'তোমার খোলা হাওয়া'(New Serial Tomar Khola Hawa is Coming Soon)।

Last Updated : Dec 9, 2022, 7:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details