কলকাতা, 30 জুন:ছোটপর্দায় এবার আসছে নতুন জুটি ইন্দ্রাণী-রেজওয়ান। আসছে নতুন ধারাবাহিক 'নবাব নন্দিনী'। ইতিমধ্যেই হাজির হয়েছে এই ধারাবাহিকের প্রোমো । বড় পর্দার পর এবার ছোট পর্দাতেও আগমন নবাব নন্দিনীর (New Serial Nabab Nandini Is Coming)৷
বড় পর্দায় এই একই নামের ছবির পরিচালক ছিলেন হরনাথ চক্রবর্তী । ছবিতে অভিনয় করেন কোয়েল মল্লিক, হিরণ চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, সন্ধ্যা রায় প্রমুখরা । এবার ছোটপর্দার এই ধারাবাহিকে জুটি বাঁধতে দেখা যাবে রেজওয়ান রব্বানি শেখ এবং ইন্দ্রাণী পালকে । হাজির হয়েছে ধারাবাহিকের প্রথম ঝলক । 'সাঁঝের বাতি'র পর বেশ কিছুদিন ছুটি কাটিয়ে ফের পর্দায় ফিরছেন রেজওয়ান ।
ওদিকে 'বরণ' শেষ হওয়ার পর কেরিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন ইন্দ্রাণী পাল । ধারাবাহিকে একজন লড়াকু মেয়ের চরিত্রে দেখা যাবে ইন্দ্রাণীকে । 'গীতবিতান' নামের এক বাড়িতে মালকিনের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট-এর চাকরি নিয়ে আসে নন্দিনী । এসেই পরিবারের সকলের মন কেড়ে নেয় সে । আর তাতেই অসন্তুষ্ট মালকিন । এরপর কী হয় তা জানার জন্য অপেক্ষাই সম্বল ।
আরও পড়ুন:শ্রীময়ী তো ইতিহাস, মিতালি আসছে নিজের জায়গা বুঝে নিতে, 'কুলের আচার' প্রসঙ্গে বললেন ইন্দ্রাণী হালদার
কেননা কবে থেকে কোন স্লটে এই ধারাবাহিক আসছে তা জানা যায়নি এখনও। ওদিকে এই চ্যানেলেই শুরু হচ্ছে 'এক্কা দোক্কা' । সুতরাং পরপর নতুন দুটি ধারাবাহিকের আগমনে পুরনো কোনও ধারাবাহিকের যাত্রা কি শেষ হতে চলেছে ? ঘুরে ফিরে উঠছে এই প্রশ্ন । 'ধুলোকণা'তে লালন-ফুলঝুরির বিয়ে সম্পন্ন হচ্ছে । ওদিকে 'মন ফাগুন'-এ আসল ভিলেন মণিকা সুরবন্দি পুলিশের হাতে। বিয়ে হয়ে গিয়েছে গল্পের নায়ক-নায়িকা ঋষিরাজ এবং প্রিয়দর্শিনীর । রুষার কাছে ভালো বর হয়ে ফিরেছে সৌমেন । তা হলে কি, এই দুটির গল্পই এবার গোটাতে চলেছে? নাকি অন্য কোনওটা ? সময় বলবে সেই কথা।