পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

New Serial Meyebela: বাংলা টেলিভিশনের নতুন জুটি অর্পণ-স্বীকৃতিকে নিয়ে আসছে 'মেয়েবেলা' - New Serial Meyebela

23 জানুয়ারি থেকে টিভির পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'মেয়েবেলা'(New Serial Meyebela is Coming Soon )। জুটি বাঁধছেন অর্পন এবং স্বীকৃতি ৷ এই ধারাবাহিকের হাত ধরে পর্দায় ফিরবেন রূপা গঙ্গোপাধ্যায় ৷

Etv Bharat
23 জানুয়ারি থেকে টিভির পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'মেয়েবেলা

By

Published : Jan 16, 2023, 9:39 PM IST

23 জানুয়ারি থেকে টিভির পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'মেয়েবেলা'

কলকাতা,16 জানুয়ারি: বাংলা টেলিভিশনের পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'মেয়েবেলা' (New Serial Meyebela)। 'মেয়েরাই মেয়েদের শত্রু'- এই প্রবাদবাক্য কি আদৌ যুক্তিযুক্ত? নাকি অযৌক্তিক? জানাবে এই ধারাবাহিক । ফের একটি একান্নবর্তী পরিবারের গল্প এই ধারাবাহিকের মাধ্যমে পাবে দর্শক (New Serial Meyebela is Coming Soon)।

গল্প আবর্তিত হয় মিত্র বাড়িকে কেন্দ্রে রেখে । এর সঙ্গে জুড়ে যায় তাদের ভাড়াটে পরিবার । এই পরিবারের মেয়ে মোহনা বা মৌ'য়ের সঙ্গেই মিত্র বাড়ির ছেলে নির্ঝরের বিয়ে হয় । এরপর কী হয় সেটাই দেখার । মৌ বাপ-মা মরা মেয়ে। তার জীবনটা অতটাও সহজ গতিতে চলে না । বরং অনেকটাই চড়াই-উতরাইয়ের পথ বেয়ে চলে । এই মৌ'য়ের ভূমিকাতেই স্বীকৃতি মজুমদার । আর নির্ঝরের ভূমিকায় অর্পণ ঘোষাল।

স্বীকৃতি এর আগে অভিনয় করেছেন 'খেলাঘর' ধারাবাহিকে । আর অর্পণ নাটক করেন নিয়মিত । সম্প্রতি হইচইতে রিলিজ করেছে 'হোস্টেল ডেজ' । সেখানেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি । এবার ছোটপর্দায় কেন্দ্রীয় চরিত্রে নাম লেখালেন অর্পণ । শুধু কি তাই? রূপা গঙ্গোপাধ্যায়ের বহুদিন পরের কামব্যাক হচ্ছে এই ধারাবাহিকের হাত ধরেই ৷ আর এই জার্নিতে তাঁর ছেলের ভূমিকায় অর্পণ, এও কম কথা নয় । এতদিন রাজনৈতিক কারণেই তাঁর অভিনয় থেকে দূরে থাকা, তা জানিয়েছেন অভিনেত্রী । অনেক কাজের অফার এসেছে এর মাঝে । কিন্তু চেয়েছিলেন এমন একটা চরিত্র যেখানে জরোয়ার সেট পরে ঘুমোতে যেতে হবে না । অতিরঞ্জিত সাজগোজ থাকবে না । অর্থাৎ যে গল্পে অবাস্তব কিছু দেখানো হবে না । 'মেয়েবেলা' তেমনই একটি ধারাবাহিক, তাই তাঁর রাজি হওয়া জানালেন রূপা (Roopa Ganguly New Serial Meyebela)।

আরও পড়ুন:'দু'বার আরআরআর দেখেছি', ক্যামেরনের মুখে শুনতেই ক্লাউড নাইনে রাজামৌলি

এই ধারাবাহিকে অন্যান্য সব গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন চিত্রা সেন, শুভ্রজিৎ দত্ত, রব দে, দেবপর্ণা পাল চৌধুরী, মিমি দত্ত, সাহানা সেন, সন্দীপ চক্রবর্তী, বিপ্লব চক্রবর্তী, শ্রেয়া ভট্টাচার্য প্রমুখ। 23 জানুয়ারি থেকে প্রতিদিন সন্ধে সাড়ে সাতটায় সম্প্রচারিত হবে 'মেয়েবেলা'। এই স্লটে এই মুহূর্তে চলছে 'আলতা ফড়িং'। সেটি দেখা যাবে সন্ধে সাড়ে 6 টায়। এই স্লটের 'সাহেবের চিঠি' শেষের মুহুর্তে এখন ।

ABOUT THE AUTHOR

...view details