কলকাতা, 14 মার্চ: বাংলা টেলিভিশনের পর্দায় শুরু হল রমকম ঘরাণার নতুন ধারাবাহিক 'কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ' । গল্পের প্রেক্ষাপট বিংশ শতাব্দী । ভারতে তখন ব্রিটিশ শাসন । ব্রিটিশের প্রভাবে তখন প্রভাবিত অনেক রাজা, জমিদারই । অনেকেই চান জুটুক রায় বাহাদুর খেতাব ৷ তাদেরই একজন রায় বাহাদুরকে নিয়ে তৈরি এই গল্প । তারই মেয়ে কমলা । সুশিক্ষিতা, গড়গড় করে সে ইংরেজিতে কথা বলে । যা সেই সময়ে দাঁড়িয়ে সকলের কাছে চমকের বিষয় । কমলা পিয়ানো বাজিয়ে গান গাইতে পারে । একইসঙ্গে সে দয়ালু এবং বুদ্ধিমতী (New Serial Komola o Shreeman Prithwiraj ) ।
এহেন কমলার জীবনে আসবে মাণিকের মতো এক বাউন্ডুলে, লেখাপড়া না-করা কিশোর ৷ বেপাড়ায় ঘুরে বেড়ানো কিশোর মাণিক । সে নিজেকে নাটকের চরিত্র রাজা শ্রীমান পৃথ্বীরাজ বলেই মনে করে । স্কুলে না-গিয়ে সে নাটকের মহড়ায় যায় । কমলার জন্মদিনের পার্টিতে ঢুকে লুকিয়ে সে খাবারদাবার খেয়ে নেয় । মাণিক যদিও বড় পরিবারের ছেলে । কিন্তু বাবার তাকে নিয়ে ঝামেলার শেষ নেই । ছেলের জ্বালায় তার প্রতিদিন মাথা কাটা যায় । এমনই গল্পের প্রেক্ষাপট নিয়ে শুরু হল এই ধারাবাহিক ।