কলকাতা, 13 জুন: বাংলা টেলিভিশনের পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'কার কাছে কই মনের কথা' । সদ্য এসেছে ধারাবাহিকের প্রোমো । বিয়ের পর বেশিরভাগ মেয়েরই শখ, আহ্লাদ, গুণ সব শিকেয় ওঠে । এই চিত্র ঘরে ঘরে । কারও বন্ধ হয়ে যায় লেখাপড়া, কারও গানবাজনা আবার কারও নাচ বা অন্যকিছু । এমনটাই ঘটবে আরও একবার । তবে, বাংলা ধারাবাহিকে । কার সঙ্গে ঘটবে এমনটা? জানা গিয়েছে এবার এই ঘটনার শিকার মানালি ।
নতুন এই ধারাবাহিকে মানালির চরিত্রের নাম শিমুল । সে গান করে । শ্বশুর বাড়িতে আসার সময় মা তার সঙ্গে হারমোনিয়ামটিও পাঠিয়ে দেয় । কিন্তু শাশুড়ি মা সেটিকে গুদাম ঘরে রেখে আসতে বলে বাড়ির ছেলেদের । শিমুল গানের সার্টিফিকেট পেলেও তা দেখার সময় নেই স্বামী কিংবা শাশুড়ির । তাই সেই সার্টিফিকেট ছুঁড়ে ফেলে দেয় মানালি । কিন্তু তা কুড়িয়ে নিয়ে জোড়া লাগায় শিমুলের প্রতিবেশী সইয়েরা । তারা ছাদে গিয়ে চা পার্টি করে । ধারাবাহিকের নাম 'কার কাছে কই মনের কথা' হলেও গল্পের নায়িকার এখানে মনের কথা বলার মতো অনেক সই আছে তা বোঝাই যাচ্ছে । কিন্তু গল্পের ভাঁজ কীরকম হবে তা জানতে হলে অপেক্ষাই কাম্য ।