কলকাতা, 24 ডিসেম্বর:বাংলা টেলিভিশনের পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'বালিঝড়'। এই ধারাবাহিকের হাত ধরে ফের নতুন গল্পে ফিরছেন লীনা গঙ্গোপাধ্যায়ের পছন্দের অভিনেতারা । রয়েছেন তৃণা সাহা, কৌশিক রায়, ইন্দ্রাশিস রায়, তথাগত মুখোপাধ্যায়, ময়না মুখোপাধ্যায়, দুলাল লাহিড়ী-সহ আরও অনেকে (Trina Saha New Serial Balijhar)। ইতিমধ্যে হাজির হয়েছে ধারাবাহিকের নতুন প্রোমো(Trina Saha New Serial Balijhar Promo)।
এখানে গল্পের নায়িকা ঝোরা থুড়ি তৃণা সাহার বাবা একজন রাজনীতিবিদ (New Serial Balijhar)। তিনি মেয়ের হাতে নিজের রাজনৈতিক ক্রিয়াকলাপের দায়িত্ব তুলে দিতে চান। আর বিয়ে দিতে চান নিজের এক অনুগামীর সঙ্গে । কিন্তু মেয়ের মন যে ভাসছে স্রোতের টানে । স্রোতকে ভালোবাসে সে । এই স্রোতের চরিত্রেই রয়েছেন ইন্দ্রাশিস রায় । সবমিলিয়ে জমজমাট এক গল্প আসতে চলেছে টিভির পর্দায় তা বলাই বাহুল্য ।
বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল যে ফের ছোটপর্দায় জুটি বাঁধতে চলেছেন 'খড়কুটো'র সৌগুন জুটি । এর আগে তৃণার গুনগুন চরিত্রটি বিশেষ জনপ্রিয় হয়ে উঠেছিল টিভির পর্দায় ৷ তাই তাঁকে ছোট পর্দায় দেখতে রীতিমতো মুখিয়ে ছিলেন দর্শকরা ৷ কিন্তু কোথায়, কীভাবে, কোন ধারাবাহিকে সুযোগ আসবে তা জানা যাচ্ছিল না । এমনকী 'ডান্স ডান্স জুনিয়র সিজন থ্রি'র গ্র্যান্ড ফিনালের আনুষ্ঠানিক দিন প্রকাশের ঘোষণাপর্বে এসেও নতুন ধারাবাহিক নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন তৃণা । তিনি বলেন,আমি নিজেই এখনও নাম জানি না ধারাবাহিকের । আমাকে নাম বলেনি চ্যানেল । তবে, খুব তাড়াতাড়ি জানা যাবে এটা বলতে পারি ।"
আরও পড়ুন:'আমাকে জেলে দেখতেই সবার আগ্রহ বেশি', দুবাই কাণ্ডে মুখ খুললেন উরফি
এর কয়েকঘণ্টার মধ্যেই পর্দাফাঁস । সামনে এল বহু প্রতীক্ষিত প্রোমো । সেখানে খুব সাধারণ ছিমছাম সাজগোজে দেখা যাচ্ছে তৃণাকে । ঝোরাকে যে স্বভাবে দেখা যাচ্ছে প্রোমোতে তাতে সে গুনগুনের থেকে একেবারে আলাদা তা শুরুতেই জানিয়ে দিয়েছেন লেখিকা । এবার প্রশ্ন হল তৃণার জুটি কার সঙ্গে? ইন্দ্রাশিস নাকি কৌশিকের সঙ্গে এগোবে তাঁর জীবনের গতিপথ? জানা যাবে ধারাবাহিক শুরুর পর । তবে, কবে থেকে এই ধারাবাহিক আসছে তা জানা যায়নি এখনও(New Serial Balijhar is Coming Soon ) ।