পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

New Music Video: দুই বাংলার মেলবন্ধনে আসছে রোম্যান্টিক গান, শুটিং কাশ্মীরে - দুই বাংলার মেলবন্ধনে আসছে রোম্যান্টিক গান

আসছে নতুন মিউজিক ভিডিয়ো 'তুমি কেমন করে'। এই ভিডিয়োতে অভিনয় করতে দেখা যাবে দুই বাংলার অভিনেতা অভিনেত্রীদের ৷ গান গেয়েছেন বাংলাদেশের ইমরান আর অভিনয়ে এপারের স্যান্ডি ও দিশা (New Music video is Coming Soon)।

New Music Video
এবারে দুই বাংলার মেলবন্ধনে আসছে নতুন মিউজিক ভিডিয়ো তুমি কেমন করে

By

Published : Feb 8, 2023, 9:43 AM IST

কলকাতা, 8 ফেব্রুয়ারি: এবারে দুই বাংলার মেলবন্ধনে আসছে নতুন মিউজিক ভিডিয়ো 'তুমি কেমন করে'(New Music video is Coming Soon )। গান গেয়েছেন বাংলাদেশের গায়ক ইমরান মাহমুদুল । শুটিং হবে কাশ্মীরের বিভিন্ন লোকেশনে । গানটির ভিডিয়ো পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক ঋষি রায়চৌধুরী । ইমরানের কণ্ঠে পুরোপুরি ভিন্ন ধরনের এই গানটিতে অভিনয় করছেন এপার বাংলার স্যান্ডি ও দিশা । অন্যান্য মিউজিক ভিডিয়োর মতোই আগামীতে এই গানও দর্শকদের মনে জায়গা করে নেবে এটাই আশা নির্মাাতাদের ৷

পরিচালক ঋষি রায়চৌধুরী বলেন, "ইমরানের গানে এপার বাংলার অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করবেন । পুরোপুরি ভিন্ন ধরনের এই গানটির শুটিং হবে কাশ্মীরের বিভিন্ন জায়গায় । ইমরান বাংলাদেশের একজন বিখ্যার গায়ক । আশা করছি এই নতুন গানটি দর্শকদের ভালো লাগবে।" এই প্রজেক্টের সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন লিনকন । গানটি মুক্তি পাবে প্রযোজক আদির প্রযোজনায় । সিনেমাটোগ্রাফির দায়িত্ব সামলেছেন আবির দত্ত । গায়ক ইমরান বলেন, "ভারতীয় প্রোডাকশন পরিচালক ঋষির সঙ্গে এটা আমার প্রথম কাজ । আশা করছি খুব ভালো হবে কাজটা । এর আগে লিনকনের সঙ্গে অনেক কাজ হয়েছে । গানটির সুর অনবদ্য, খুব তাড়াতাড়ি মুক্তি পাবে এই গান ।"

আসছে নতুন মিউজিক ভিডিয়ো তুমি কেমন করে

আরও পড়ুন:রাখির অভিযোগের ভিত্তিতে গ্রেফতার স্বামী আদিল! জেনে নিন কী কারণ

প্রসঙ্গত, দুই বাংলার মেলবন্ধনে বাংলা ছবি তৈরি হয়েছে বহুবার ৷ বাংলাদেশের বহু অভিনেতা-অভিনেত্রী আজ এপার বাংলাতেও সমান পরিচিত ৷ বাংলাদেশি অভিনেতা চঞ্চল চৌধুরীকে তো আগামী দিনে সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতেও অভিনয় করতে দেখা যাবে ৷ আবার জয়া আহসান টলিউডে কার্যত ঝড় তুলে পা রাখছেন বলিউডেও ৷ তবে দুই বাংলার শিল্পীদের নিয়ে মিউজিক ভিডিয়ো বিরল । তবে, ধীরে ধীরে সেই উদ্যোগ নেওয়াও শুরু হয়েছে সম্প্রতি । কিছুদিন আগেই হিরো আলম এবং ভুবন বাদ্যকারকে একসঙ্গে গলা মিলিয়েছিলেন ৷ আর এবার আসছে এই নতুন মিউজিক ভিডিয়ো 'তুমি কেমন করে' । আর এতে সমৃদ্ধ হচ্ছে দুই বাংলার বিনোদনের পরিসর ।

ABOUT THE AUTHOR

...view details