কলকাতা, 26 জানুয়ারি: শোভন-স্বস্তিকার রিয়েল জুটি এবার এল নতুন মিউজিক ভিডিয়োতে (Swastika Shovan Music Video Eka ose Thaki)। যদিও ভিডিয়োতে দেখা মেলেনি শোভনের । তবে সঙ্গীতের দায়ভার পুরোটাই তো তাঁর কাঁধে । অভিনয়ে রয়েছেন স্বস্তিকা । গানটি শোভন তৈরি করেছেন আজ থেকে প্রায় এক বছর আগে । সব গানই তিনি বানিয়ে সবার আগে শোনান বিশেষ বন্ধু স্বস্তিকাকে । অনেকদিন ধরেই দু'জনে ভাবছিলেন এই গানটি নিয়ে আসবেন সকলের জন্য। নানা ব্যস্ততায় হয়ে উঠছিল না । এবার সামনে এল এই গান ৷
এই গানের ভাবনা ও পরিকল্পনায় স্বস্তিকা । সাদা পোশাকে একেবারে ছিমছাম লুকে গানটিতে ধরা দেন স্বস্তিকা (Music Video Eka bose thaki)। কলকাতার নানা জায়গায় হয়েছে এই ভিডিয়োর শুটিং। শুটিংয়ের পুরো জার্নিতে স্বস্তিকার সঙ্গে ছিলেন শোভন । 'একা বসে থাকি' শীর্ষক গানটি সম্প্রতি আশা অডিয়োর ইউটিউব চ্যানেলে রিলিজ করেছে । গানটি লিখেছেন প্রলয়, আয়োজনে অর্ণব এবং শোভন, মিক্স অ্যান্ড মাস্টারিং-এ শমিক গুহ রায়, ভিডিয়োগ্রাফি এবং গল্প নির্মাণে বাউন্ডুলে টিম, প্রোমো এবং টিজার বানিয়েছেন তমাল দুয়ারি ।