কলকাতা, 24 সেপ্টেম্বর:পুজো মানেই মন্ডপে মন্ডপে ঘোরা, খাওয়া দাওয়া এবং বন্ধুদের সঙ্গে জমিয়ে আড্ডা ৷ তবে তার সঙ্গে পুজোর গান না থাকলে তো মজাটাই অর্ধেক মাটি (New Music Video)৷ প্রতিবারের মতো এবারও পুজোতে আসছে বেশ কিছু মিউজিক ভিডিয়ো ৷ একদিকে যেমন এসভিএফ থেকে আসছে তিনটি পুজোর গান তেমনই পুজোর গানে মেতেছেন শানও ৷ আর এবার এই তালিকায় নাম লেখালেন মিমি চক্রবর্তীও(Mimi Chakraborty New Music Video) ৷
অভিনেত্রী মিমির প্রযোজনা সংস্থার তরফে শনিবার মুক্তি পেল নতুন মিউজিক ভিডিয়ো 'আমাদের পুজোর গান' (New Music Video Amader Pujor Gaan)৷ এই গানে মিমিকে দেখা গেছে একেবারে ঘরোয়া মেজাজে ৷ কখনও যেমন হলুদ সালোয়ারে দর্শকদের মন কেড়েছেন কখনও আবার তেমনই দর্শকদের মন মাতিয়েছেন শাড়িতে ( Amader Pujor Gaan By Mimi Chakraborty)৷ পুজোর মজা আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে এই গান এমনটাই আশা নির্মাতাদের ৷