কলকাতা, 12 নভেম্বর: বাংলা টেলিভিশনের পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'নিম ফুলের মধু'(New Bengali Serial Neem Phuler Madhu)। 'মিঠাই'-এর স্লটে আসছে এই ধারাবাহিক (Neem Phuler Madhu)। 'ভানুমতীর খেল', 'বাঘবন্দি খেলা', 'যমুনা ঢাকি'র পর এবার ফের একবার ওই একই চ্যানেলে রুবেল দাস । এবার তিনি জুটি বাঁধছেন পল্লবী শর্মার সঙ্গে । জবা থুড়ি পল্লবীকে আজও মনে রেখেছে দর্শক । এই ধারাবাহিক একান্নবর্তী পরিবারের গল্প বলে ।
উত্তর কলকাতার বনেদি দত্তবাড়িতে বউ হয়ে আসে পর্ণা । সে একান্নবর্তী পরিবারের মেয়ে হলেও আজ সে কেবল বাবা, মা আর ভাইয়ের সঙ্গে কলকাতায় থাকে । তার বিয়ে হয় দত্ত বাড়ির ছেলে সৃজনের সঙ্গে । সৃজন আবার মায়ের কথায় ওঠে বসে । সে নাকি বেশ কিপটেও । এহেন সৃজনের সঙ্গে কেমন জমবে পর্ণার সংসার । প্রসঙ্গত, হঠাত বিয়ে, ঘটনাচক্রে বিয়ে, দুর্ঘটনাক্রমে বিয়ে--- এই সব আজকের বাংলা ধারাবাহিকের নয়া ট্রেন্ড । কিংবা স্বামী-স্ত্রীর একে অপরকে আপনি আজ্ঞে সম্বোধন বা অন্য কোনও অদ্ভুত নামে ডাকাও আজকের ঘরনা। সেই সবের ছক ভেঙে 'নিম ফুলের মধু' হাঁটবে বাস্তবের একেবারে চেনা ছকে । রীতিমতো দেখে শুনে, সম্বন্ধ করে বিয়ে হবে পর্ণা-সৃজনের । শুরু হবে তাদের সংসার ।