পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Bengali Film Mission OTP: সাইবার ক্রাইমের গল্প নিয়ে নির্মাণের পথে 'মিশন ওটিপি' - সাইবার ক্রাইমের গল্প নিয়ে নির্মাণের পথে মিশন ওটিপি

ফের এক সাইবার ক্রাইমের গল্প বাংলা ছবিতে। ছবির নাম 'মিশন ওটিপি'( Bengali Film on Cyber crime)। সম্প্রতি পরিচালক সৌমাল্য দত্ত শেষ করেছেন তাঁর এই ছবির কাজ।

Bengali Film Mission OTP
সাইবার ক্রাইমের গল্প নিয়ে নির্মাণের পথে 'মিশন ওটিপি'

By

Published : May 20, 2022, 7:00 PM IST

কলকাতা,20 মে : পরিচালক সৌমাল্য দত্তের হাত ধরে বাংলায় আসতে চলেছে নতুন ছবি 'মিশন ওটিপি' ৷ পরিচালকের কথায় এই ছবির কাহিনি মূলত গড়ে উঠেছে শহরে ক্রমাগত ঘটে চলা বিভিন্ন সাইবার ক্রাইম, ওটিপি স্ক‍্যাম-কে কেন্দ্র করে (Bengali Film on Cyber crime)। শহরে একের পর এক সাইবার ক্রাইমের শিকার সাধারণ মানুষ । অবশেষে মঞ্চে অবতীর্ণ হয় লালবাজার গোয়েন্দা পুলিশের সাইবার ডিপার্টমেন্ট অফিসার সৌম‍্যজ্যোতি বসু এবং তার সহকারী সূর্য সেন।

তদন্তের সুবিধার্থে তারা সাহায্য নেয় সাইবার বিশেষজ্ঞ অভিজিৎ চট্টোপাধ্যায় যার বাবা অরুণ চট্টোপাধ্যায়ও একদা সাইবার প্রতারণার শিকার । ওদিকে জানা যায় যে, এই সাইবার ক্রাইম চক্রের পেছনে আছে রেশমি সিংহ রায় নামের এক ধুরন্ধর মহিলা । শেষমেষ অভিজিতের সাহায্য নিয়ে কি সৌম‍্যজ‍্যোতি এবং সূর্য এই সাইবার ক্রাইমের চক্র ধরতে পারবে ? এই নিয়েই টানটান কাহিনি নির্ভর এই ছবি ।

ছবিতে ইন্সপেক্টর সৌম্যজ্যোতি বসুর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়কে এবং সূর্য সেনের চরিত্রে দেখা যাবে বাংলা সিনেমা আর ওয়েবের পরিচিত মুখ জ‍্যামী ব‍ন্দ্যোপাধ্যায়কে । পরিচালক সৌমাল‍্য দত্ত নিজেও আছেন সাইবার বিশেষজ্ঞ অভিজিতের ভূমিকায় এবং তাঁর বাবা অরুণ ভূমিকায় থাকছেন বাংলা ছবির বর্ষীয়ান অভিনেতা শ্রী রজত গঙ্গোপাধ্যায় । এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন স্বাধীন পাণ্ডে, আশিস পাঠক, বিশ্ববিজয় দত্ত চৌধুরী, সৌমিত্র চক্রবর্তী, সুমনা দাস, বনশ্রী রায়, বসুলগ্না চক্রবর্তী, দীপাঞ্জলী মুখোপাধ্যায়, বৈশালী চৌধুরী, যুবরাজ বাল্মীকির মত অভিনেতা অভিনেত্রীরা ।

ফের এক সাইবার ক্রাইমের গল্প বাংলা ছবিতে

আরও পড়ুন: ইন্ডাস্ট্রি যদি শাসক দলের ভয়ে কাঁপে, তাহলে আর রাজ্যে শিল্পচর্চা হবে না: রূপা ভট্টাচার্য

একটি মজাদার চরিত্রে দেখা যাবে সৌরভ সাহা এবং বিখ্যাত ইউটিউবার প্রবীর কুণ্ডুকে । ছবির চিত্রনাট্য ও সংলাপ পরিচালক নিজেই লিখেছেন, কাহিনি প্রসেনজিৎ পালের । শুভাশিস গোয়েল ছবির চিত্রগ্রহণ করেছেন । 'বিগ বুল মোশন পিকচার্স'- এর ব‍্যানারে প্রসেনজিৎ পালের প্রযোজনায় নির্মিত হচ্ছে এই ছবি ৷ পরিচালক সৌমাল‍্য দত্ত-র কথায়, "এই ছবির মাধ্যমে জনগণের উদ্দেশ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে চাইছি । যার ফলে অনেকেই সাইবার প্রতারণার শিকার থেকে নিজেকে বাঁচাতে পারবেন । সবকিছু ঠিক থাকলে আগামী অগষ্ট মাসের মধ্যেই 'মিশন ওটিপি' বড় পর্দায় আসবে ।"

ABOUT THE AUTHOR

...view details