পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

National Theatre Festival: কলকাতায় শুরু হচ্ছে সংস্কৃতি চর্চা কেন্দ্র আয়োজিত জাতীয় নাট্য উৎসব - National Theater Festival Starting in Kolkata

আজ থেকে শুরু হতে চলেছে মিনার্ভা নাট্য সংস্কৃতি চর্চা কেন্দ্র আয়োজিত জাতীয় নাট্য উৎসব। হায়দরাবাদ, ভোপাল, দিল্লি, গুয়াহাটি, মুম্বই, গুজরাতের মোট 15টি নাট্যদল এবারের উৎসবে অংশ নিচ্ছে।

15টি নাট্যদল এবারের উৎসবে অংশ নিচ্ছে
National Theater Festival

By ETV Bharat Bangla Team

Published : Sep 30, 2023, 12:04 PM IST

কলকাতা, 30 সেপ্টেম্বর: কলকাতা সেজেছে পুজোর আলোয়। তবে এর মধ্যেই শুরু রঙ্গমঞ্চের খেলা। শুরু হল মিনার্ভা নাট্য সংস্কৃতি চর্চা কেন্দ্র আয়োজিত জাতীয় নাট্য উৎসব। আজ থেকে শুরু হতে চলেছে এই নাট্য উৎসব ৷ যা চলবে 6 অক্টোবর পর্যন্ত ৷ শুক্রবার সাংবাদিক বৈঠক করে এই উৎসবের আনুষ্ঠানিক ঘোষণা করলেন কেন্দ্রের চেয়ারপার্সন তথা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এছাড়াও ছিলেন স্বপন সেনগুপ্ত, অতনু সরকার, রাকেশ ঘোষ-সহ প্রমুখ ৷

2015 সাল থেকে শুরু হয় মিনার্ভা নাট্য সংস্কৃতি চর্চা কেন্দ্র আয়োজিত জাতীয় নাট্য উৎসব। কোভিডের সময় দু'বছর তা বন্ধ রাখা হয়েছিল। তারপর 2022 সালে এই উৎসব করা হলেও রাজ্য ছাড়া দেশের অন্যান্য রাজ্যের নাট্যদল যোগ দিতে পারেননি মহা এই নাট্য উৎসবে। তবে সব বাধা পেরিয়ে ফের পুরনো ছন্দে ফিরে এল জাতীয় নাট্য উৎসব। এইবছর মধুসূদন মঞ্চ, রবীন্দ্রসদন ও গিরীশ মঞ্চে মোট 16টি থিয়েটার দেখানো হবে। যার মধ্যে 8টি অন্য রাজের নাট্যদলের উপস্থাপনা।

ব্রাত্য বসু বলেন, "37টি রাজ্যের বাইরের নাট্যদল-সহ মোট 68টি নাট্যদল আবেদন জানিয়েছিল। তবে আমরা একটি জুড়ি বোর্ড গঠন করেছিলাম 10 সদস্যের। তাঁরাই সমস্ত নাটক বিচার করেছেন।" নাটকের এই মহা উৎসবে বিশেষ আমন্ত্রণে আসছে পার্টনার রাগা রেপোর্টরির থিয়েটার। তাঁদের মীরাজ নাটক মঞ্চস্থ হবে 1 অক্টোবর। এছাড়াও 30 সেপ্টেম্বর প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব সতিশ আলেকর সেমিনার দিয়েই শুরু হবে এই নাটক। প্রতিদিন সন্ধ্যায় 6.30 থেকে শুরু হবে নাটক। এই নাটকে অবাধ প্রবেশ করতে পারবেন নাট্যপ্রেমী। তাই রাজ্যের বাইরের নাটকও তাঁরা দেখতে পারবেন এই উৎসবে।

30 তারিখ বিকেল সাড়ে 5টায় রবীন্দ্র সদনে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব সতীশ আলেকার। হায়দরাবাদ, ভোপাল, দিল্লি, গুয়াহাটি, মুম্বই, গুজরাতের মোট 15টি নাট্যদল এবারের উৎসবে অংশ নিচ্ছে। বাংলা ছাড়াও থাকছে হিন্দি, রাজস্থানি, অসমিয়া, গুজরাতি, মারাঠি ভাষার নাটক। প্রতিটি প্রেক্ষাগৃহে রোজ সন্ধ্যা সাড়ে ছ'টায় একটি করে নাটক অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন:এক চা বিক্রেতার হাতে নাট্য উৎসবের সূচনা

ABOUT THE AUTHOR

...view details