পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Jeetu-Nabanita New Post: বিচ্ছেদ-বেদনা ভুলে বর্ষার আনন্দে মাতলেন নবনীতা, নতুন পোস্ট জিতুরও - after news of her separation surfaced

জিতু কমলের সঙ্গে বিচ্ছেদের বেদনা ভুলতে এবার প্রকৃতির কাছেই আশ্রয় নিলেন নবনীতা ৷ শেয়ার করলেন নতুন ছবিও ৷ অন্যদিকে, তাঁর লেটেস্ট ফটোশ্য়ুটের আপডেট পোস্ট করলেন জিতুও ৷

Nabanita Das New Post
বিচ্ছেদের যন্ত্রণা ভুলে প্রকৃতির কোলে নবনীতা

By

Published : Jul 13, 2023, 1:06 PM IST

কলকাতা, 13 জুলাই:জিতু কমল আর নবনীতা দাসের বিবাহ বিচ্ছেদের খবর সকলেই জানেন। তাঁরা এখন আলাদা থাকেন। আদালতে মিউচুয়াল ডিভোর্সের আবেদনও করা হয়ে গিয়েছে। কিছুদিন আগেই নবনীতা আবেগী পোস্ট করেছিলেন জিতুকে নিয়ে । 2018 সালে বেশ জাঁকজমকপূর্ণভাবেই বিয়ে হয় দু'জনের । বন্ধুত্বও ছিল গাঢ় । বটগাছের মতো নবনীতাকে আগলে রাখতেন জিতু। আগামীতেও তাঁকে আগলে রাখবেন বলে সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই জানিয়েছেন জিতু । অত্যন্ত স্নেহে সেখানেও নবনীতাকে 'বাচ্চা বউ' বলে সম্বোধন করেন অভিনেতা।

দুজনের দু'রকমের পোস্ট দেখার পর থেকেই সোশাল মিডিয়ায় নানা রকম মন্তব্য শোনা গিয়েছিল ৷ আর তা দেখে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন নবনীতা । এমনকী একটি লাইভে এও জানান, জিতুর বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে যে আলোচনা চলেছে তা একেবারেই ভিত্তিহীন ৷ তারা দু'জনে আজও একে অপরকে সম্মান করেন ৷ আর তাই তাঁদের নিয়ে যেন ভুয়ো খবর না-ছড়ানো হয় ৷

নবনীতার নতুন পোস্ট

এসব দেখার পর অনেকে এও বলতে শুরু করেন, নবনীতার মনোবিদের কাছে যাওয়া প্রয়োজন । কিন্তু মানসিকভাবে বিধ্বস্ত হলে তো চলবে না ! ফিরতে হবে মূল স্রোতে । তাই কাউন্সিলিং-এর জন্য মনোবিদের কাছে না ছুটে শপিং মলে ছুটে গিয়েছিলেন অভিনেত্রী। তাঁর মতে, মনোবিদের কাছে যাওয়ার থেকে শপিং করা অনেক বেশি সস্তার । আর এবার বর্ষার আনন্দে মেতে উঠতে দেখা গেল অভিনেত্রীকে। তাঁর পোস্ট করা ছবির ক্যাপশনে লেখা 'মনসুন রিফ্লেকশন্স'(বর্ষার আবহে) । অন্যদিকে, ইনস্টাগ্রামেও সুন্দর একটি পোস্ট করেছেন তিনি ৷

নতুন ফটোশ্য়ুটের আপডেট দিলেন জিতু

অন্যদিকে, আবার তাঁর নতুন ফটোশ্য়ুটের ঝলক পোস্ট করলেন অভিনেতা জিতু কমলও ৷ ছবিতে একেবারে ফ্লোরাল পোশাকে দেখা মিলল অভিনেতার ৷ বৃহস্পতিবার তাঁর এই পোস্ট সামনে আসতেই উন্মাদনা শুরু হয়ে গিয়েছে ফ্যানেদের মধ্যে ৷ তাঁর নতুন লুক বেশ নজর কেড়েছে সকলের ৷
আরও পড়ুন:সারা শরীরে কাঁচের কাপ, যন্ত্রণার উপশমে প্রাচীন চিকিৎসায় আস্থা দেবের

নবনীতা এই মুহূর্তে ব্যস্ত 'বিয়ের ফুল' ধারাবাহিকে । মজার এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি । এর আগে 'মহাপীঠ তারাপীঠ' ধারাবাহিক তারা মায়ের চরিত্রে অভিনয় করেছেন । এ ছাড়াও তাঁর হাতে 'দ্বীপ জ্বেলে যাই'-সহ রয়েছে আরও কয়েকটি কাজ । ওদিকে জিতু এখন বেজায় ব্যস্ত 'বাবুসোনা', 'আপনজন' এবং 'আমি আমার মতো' ছবি নিয়ে ।

ABOUT THE AUTHOR

...view details