পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Mon Phagun: মন ফাগুনে নয়া মোড়, নীলের পোস্ট নিয়ে ঘনাচ্ছে রহস্য - মন ফাগুন

নয়া মোড় আসতে চলেছে 'মন ফাগুন'-এ (Mon Phagun)৷ নীল মুখোপাধ্যায়ের (Mysterious post by Sujan Neel Mukherjee) সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে ঘনাচ্ছে রহস্য ৷

Mysterious post by Sujan Neel Mukherjee about Mon Phagun
নীল মুখোপাধ্যায়ের পোস্ট নিয়ে ঘনাচ্ছে রহস্য

By

Published : May 25, 2022, 11:39 AM IST

কলকাতা, 25 মে: 'মন ফাগুন'-এর (Mon Phagun) গল্পে আসছে নতুন মোড় । পিসেমশাইয়ের খুন নিয়ে ঘনাচ্ছে রহস্য । নীল মুখোপাধ্যায়ের সাম্প্রতিক পোস্টে কীসের ইঙ্গিত মিলল (Mysterious post by Sujan Neel Mukherjee)?

বাংলা টেলিভিশনের পর্দায় ঋষি-পিহু জুটির চর্চা সর্বত্র । শুরু থেকে অতীতের এক দুর্বিষহ ঘটনাকে পাশে রেখে মজার রসদ যুক্ত করে লেখিকা ধারাবাহিকের গল্পে এনেছেন নতুনত্ব । আর তাতেই মজেছে দর্শকের মন । গল্পের নায়ক-নায়িকা ছোটবেলার হারিয়ে যাওয়া বন্ধু । ঘটনাচক্রে তাদের বিয়ে হয় । প্রথমদিকে কেউ চিনতে পারেনি কারওকে । কবে তারা একে অপরকে চিনবে তা নিয়ে অস্থির হয়ে উঠেছিল দর্শকমহল । এ বার অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে একে অপরকে চিনেছে । দুজনের কাছাকাছি আসার সময়েই ঘটে চলেছে একের পর এক অপ্রীতিকর ঘটনা । তবে, সবকিছু সামলে ওঠার শক্তি আছে ঋষিরাজ সেনশর্মা এবং প্রিয়দর্শিনী মিত্রর (Bengali serial news)।

প্রিয়দর্শিনী জানতে পেরেছে তার বাবা-মায়ের আসল খুনী কে। ও দিকে নিজের বাবাকেই খুনী মনে করে ঋষিরাজ । এরই মাঝে পিসো অর্থাৎ সোমরাজকে হত্যার মিথ্যা অপবাদে শ্রীঘরে ঋষি । কে করল সোমরাজকে খুন ? এই নিয়ে দর্শক মনে উৎসাহের অন্ত নেই । ও দিকে আবার তার দেহ যখন পোস্টমর্টেম করতে নিয়ে যাওয়া হচ্ছে, তখন দেহটি পড়ে যায় গাড়ি থেকে । শুধু তাই নয়, দেহটিকে আর পাওয়াও যায় না । কে সরাল সোমরাজের দেহ ? নাকি মৃত্যুই হয়নি সোমরাজের । কে রয়েছে এই সবের পিছনে ? ধারাবাহিকের নতুন ভিলেন মিলি ? সামাজিক মাধ্যম দিনদুয়েক হল এই প্রশ্নেই তোলপাড় । কে দেবে এর উত্তর ? উত্তর - সময় ।

আরও পড়ুন:Vikram Solanki: প্রকাশ্যে বিক্রমের গলা টিপে ধরলেন শোলাঙ্কি ! কারণ জানেন ?

সোমরাজের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা নীল মুখোপাধ্যায় । তিনি সম্প্রতি ঋষি এবং পিহুর সঙ্গে দুটি ছবি পোস্ট করে লিখেছেন, "একটি ধারাবাহিকে যখনই কোনও খল চরিত্র মনুষ্যদিগের চরম ঘৃণার পাত্র হইয়া থাকেন, তখনই তাহার সার্থকতা....সেই চরিত্র যখন খলত্যাগী হইয়া স্বার্থত্যাগ করিয়া মৃত্যু বরণ করেন, তাহা ভালবাসার উদ্রেক ঘটায়....ইহার হইতে ভালো মহাপ্রস্থান আর কী হইতে পারে ?"

অভিনেতার এই পোস্ট ঘিরেও শুরু হয়েছে প্রশ্নের ঝড় । সত্যি কি মৃত্যু হয়েছে ঋষির পিসোর ? এ হেন সব প্রশ্নের নিরিখে টুঁ শব্দটি করছেন না নীল মুখোপাধ্যায় । ধারাবাহিকের মজাটা এখানেই - ভাবো, ভাবো, ভাবা প্র‍্যাকটিস করো । না হলে পরদিন দেখার মজাটাই যে থাকবে না । আর দেখার আগ্রহ হারালে ধারাবাহিক চলবে কী ভাবে ?

প্রসঙ্গত, কানাঘুষো শোনা যাচ্ছে 'মন ফাগুন'-এর নাকি স্লট বদল হতে চলেছে । রাত সাড়ে আটটার স্লটে নাকি আসতে চলেছে 'সাহেবের চিঠি'। তা হলে ঋষি-পিহুর গল্প দর্শক ঠিক কোন সময়ে দেখবে, তার উত্তর মেলেনি এখনও । অপেক্ষা সময়ের । তবে, ধারাবাহিকের মোড় ঘুরতে চলেছে তা বলাই বাহুল্য ।

ছবি সৌজন্যেঃ নীল মুখোপাধ্যায়ের ফেসবুক

ABOUT THE AUTHOR

...view details