কলকাতা, 25 মে: 'মন ফাগুন'-এর (Mon Phagun) গল্পে আসছে নতুন মোড় । পিসেমশাইয়ের খুন নিয়ে ঘনাচ্ছে রহস্য । নীল মুখোপাধ্যায়ের সাম্প্রতিক পোস্টে কীসের ইঙ্গিত মিলল (Mysterious post by Sujan Neel Mukherjee)?
বাংলা টেলিভিশনের পর্দায় ঋষি-পিহু জুটির চর্চা সর্বত্র । শুরু থেকে অতীতের এক দুর্বিষহ ঘটনাকে পাশে রেখে মজার রসদ যুক্ত করে লেখিকা ধারাবাহিকের গল্পে এনেছেন নতুনত্ব । আর তাতেই মজেছে দর্শকের মন । গল্পের নায়ক-নায়িকা ছোটবেলার হারিয়ে যাওয়া বন্ধু । ঘটনাচক্রে তাদের বিয়ে হয় । প্রথমদিকে কেউ চিনতে পারেনি কারওকে । কবে তারা একে অপরকে চিনবে তা নিয়ে অস্থির হয়ে উঠেছিল দর্শকমহল । এ বার অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে একে অপরকে চিনেছে । দুজনের কাছাকাছি আসার সময়েই ঘটে চলেছে একের পর এক অপ্রীতিকর ঘটনা । তবে, সবকিছু সামলে ওঠার শক্তি আছে ঋষিরাজ সেনশর্মা এবং প্রিয়দর্শিনী মিত্রর (Bengali serial news)।
প্রিয়দর্শিনী জানতে পেরেছে তার বাবা-মায়ের আসল খুনী কে। ও দিকে নিজের বাবাকেই খুনী মনে করে ঋষিরাজ । এরই মাঝে পিসো অর্থাৎ সোমরাজকে হত্যার মিথ্যা অপবাদে শ্রীঘরে ঋষি । কে করল সোমরাজকে খুন ? এই নিয়ে দর্শক মনে উৎসাহের অন্ত নেই । ও দিকে আবার তার দেহ যখন পোস্টমর্টেম করতে নিয়ে যাওয়া হচ্ছে, তখন দেহটি পড়ে যায় গাড়ি থেকে । শুধু তাই নয়, দেহটিকে আর পাওয়াও যায় না । কে সরাল সোমরাজের দেহ ? নাকি মৃত্যুই হয়নি সোমরাজের । কে রয়েছে এই সবের পিছনে ? ধারাবাহিকের নতুন ভিলেন মিলি ? সামাজিক মাধ্যম দিনদুয়েক হল এই প্রশ্নেই তোলপাড় । কে দেবে এর উত্তর ? উত্তর - সময় ।
আরও পড়ুন:Vikram Solanki: প্রকাশ্যে বিক্রমের গলা টিপে ধরলেন শোলাঙ্কি ! কারণ জানেন ?