কলকাতা, 15 মে: রহস্যজনক ভাবে মৃত্যু হল টেলিভিশনের অভিনেত্রী পল্লবী দে'র (Mysterious death of Actress Pallavi Dey)৷ তাঁর গড়ফার বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে ৷ তাঁর মৃত্যুর তদন্ত শুরু করেছে পুলিশ ৷ দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে (Pallavi Deys body found )৷
টেলিভিশনে বেশ কয়েকটি কাজ করেছেন এই অভিনেত্রী ৷ বাংলা ধারাবাহিক রেশমঝাঁপিতে তাঁর চরিত্র দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল ৷ তবে নায়িকার ভূমিকায় তাঁর প্রথম অভিনয় 'আমি সিরাজের বেগম'-এ ৷ সেখানে সুপ্রিয়া চৌধুরীর নাতি শন বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেছিলেন পল্লবী ৷ সিরাজের বেগম লুৎফান্নিসার চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নেন তিনি (Actress Pallavi Dey passes away)৷ তাঁর অভিনীত কুঞ্জছায়াও জনপ্রিয় ধারাবাহিক ৷ বর্তমানে 'মন মানে না' নামে একটি ধারাবাহিকে অভিনয় করছিলেন পল্লবী ৷ এরই মধ্যে এল এই দুঃসবাদ ৷