পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Mithun on Projapoti: 'প্রজাপতির মতো এত জনপ্রিয়তা আমাকে কোনও ছবি দেয়নি', ডান্স বাংলা ডান্সের মঞ্চে অকপট মিঠুন - Mithun on Dance Bangla Dance

'প্রজাপতি' ছবির মতো জনপ্রিয়তা নাকি তাঁকে অন্য কোনও ছবি দেয়নি ৷ ডান্স বাংলা ডান্সের মঞ্চে ফিরে অকপট স্বীকারোক্তি মিঠুন চক্রবর্তীর (Mithun on Dance Bangla Dance) ৷

Mithun on Projapoti
ডান্স বাংলা ডান্সের মঞ্চে অকপট মিঠুন

By

Published : Feb 1, 2023, 6:27 PM IST

কলকাতা, 1 ফেব্রুয়ারি: 11 ফেব্রুয়ারি থেকে বাংলা টেলিভিশনের পর্দায় আসছে 'ডান্স বাংলা ডান্স সিজন 12'। এবারের প্রতিযোগীদের ভাগ করে নেওয়া হয়েছে দু'টি ভাগে। বড় এবং ছোট- দুই বিভাগ থেকেই দু'জন বিজয়ীকে পাওয়া যাবে এবার। দুই দল থেকে 12 জন করে মোট 24 জন প্রতিযোগীকে দিয়ে শুরু হচ্ছে প্রতিযোগিতা । পাক্কা দশ বছর পর নিজের ঘরে ফিরলেন মহাগুরু। তাঁর মিঠুন থেকে মহাগুরু হয়ে ওঠা 'ডান্স বাংলা ডান্স' মঞ্চের দৌলতেই।

কেন এতদিন পর এলেন মহাগুরু? উত্তরে তিনি বলেন, "অন্য কাজে ব্যস্ত ছিলাম তাই আসতে দেরি হল। তবে এটা আমার ঘরের মতো। ঘরের লোক ঘরে তো ফিরবেই।" এদিন মিঠুন চক্রবর্তী মজা করে বলেন, "আমার এতদিন না ফেরার কারণ হল হিন্দি চ্যানেল আর বাংলা চ্যানেলের ঝগড়াঝাটি। তবে, এটুকু বলতে পারি ডান্স বাংলা ডান্স থেকে ডান্স ইন্ডিয়া ডান্স ধার নিয়েছে কনসেপ্ট এবং মিঠুন চক্রবর্তীকে (Mithun on Dance Bangla Dance)।"

এই শো'য়ের পরিচালক অভিজিৎ সেন। ঘটনাচক্রে তিনি মিঠুন চক্রবর্তী অভিনীত সাম্প্রতিককালের সর্বাধিক জনপ্রিয় বাংলা ছবি 'প্রজাপতি'রও পরিচালক। আর এই ছবি ঘিরে দিনকয়েক আগে যে তর্ক এবং বিতর্ক দানা বাঁধে, তা অজানা নয় কারও। এদিন 'ডান্স বাংলা ডান্স'-এর মঞ্চে বসেই পরিচালক অভিজিতের প্রশংসা করতে গিয়ে মহাগুরু বলেন, "আমি এতদিন ধরে এত সিনেমাতে কাজ করেছি কিন্তু প্রজাপতির মতো এত জনপ্রিয়তা আমি পাইনি। অভিজিতের পরিচালন দক্ষতায় আমি মুগ্ধ।"

অভিজিৎ এদিন বলেন, "মহাগুরুকে দেখেই আমার পরিচালনায় আসা। ইচ্ছে ছিল ওঁকে নিয়ে ছবি বানাব। ইচ্ছাপূরণ হল। আর এবার নাচের মঞ্চেও ওঁর সঙ্গে কাজ করার সুযোগ করে দিল চ্যানেল। সবমিলিয়ে আমি খুশি।" এদিন মিঠুন চক্রবর্তী দৃপ্ত কন্ঠে বলেন, "আগে একটা প্রশ্ন প্রায়ই শুনতে হত যে এইসব প্রতিযোগীদের ভবিষ্যত কী? এখন আর কেউ জানতে চায় না এসব। কেননা এই মঞ্চ থেকে যারা পুরস্কার জিতেছে তারা প্রায় প্রত্যেকেই আজ সুপ্রতিষ্ঠিত।"

আরও পড়ুন:বাবা হলেন এসআরকের 'জওয়ান' ছবির পরিচালক অ্যাটলি

উল্লেখ্য, রুবেল দে, মেঘা দাঁ, মোহনা মাইতি সকলেই আজ সুপ্রতিষ্ঠিত। পুরনো প্রতিযোগীদেরও ফিরিয়ে নিয়ে আসা হয়েছে এবার। রয়েছে পান্তাভাতে কুণ্ডু অর্থাৎ দীপান্বিতা কুণ্ডুও। অঙ্কুশের সঙ্গে এক খুদে সঞ্চালককে দেখা যাবে মঞ্চে। বিচারকের আসনে এবার নারীশক্তির প্রকাশ ঘটবে বলে জানালেন চ্যানেলের ক্লাস্টার হেড সম্রাট ঘোষ। মৌনি রায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায় আর শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবারের বিচারক। সঞ্চালক অঙ্কুশ, ভূত, মহাগুরু, প্রতিযোগী আর তিন মহিলা বিচারককে নিয়ে 11 ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে 'ডান্স বাংলা ডান্স সিজন 12'।

ABOUT THE AUTHOR

...view details