কলকাতা, 1 ফেব্রুয়ারি: 11 ফেব্রুয়ারি থেকে বাংলা টেলিভিশনের পর্দায় আসছে 'ডান্স বাংলা ডান্স সিজন 12'। এবারের প্রতিযোগীদের ভাগ করে নেওয়া হয়েছে দু'টি ভাগে। বড় এবং ছোট- দুই বিভাগ থেকেই দু'জন বিজয়ীকে পাওয়া যাবে এবার। দুই দল থেকে 12 জন করে মোট 24 জন প্রতিযোগীকে দিয়ে শুরু হচ্ছে প্রতিযোগিতা । পাক্কা দশ বছর পর নিজের ঘরে ফিরলেন মহাগুরু। তাঁর মিঠুন থেকে মহাগুরু হয়ে ওঠা 'ডান্স বাংলা ডান্স' মঞ্চের দৌলতেই।
কেন এতদিন পর এলেন মহাগুরু? উত্তরে তিনি বলেন, "অন্য কাজে ব্যস্ত ছিলাম তাই আসতে দেরি হল। তবে এটা আমার ঘরের মতো। ঘরের লোক ঘরে তো ফিরবেই।" এদিন মিঠুন চক্রবর্তী মজা করে বলেন, "আমার এতদিন না ফেরার কারণ হল হিন্দি চ্যানেল আর বাংলা চ্যানেলের ঝগড়াঝাটি। তবে, এটুকু বলতে পারি ডান্স বাংলা ডান্স থেকে ডান্স ইন্ডিয়া ডান্স ধার নিয়েছে কনসেপ্ট এবং মিঠুন চক্রবর্তীকে (Mithun on Dance Bangla Dance)।"
এই শো'য়ের পরিচালক অভিজিৎ সেন। ঘটনাচক্রে তিনি মিঠুন চক্রবর্তী অভিনীত সাম্প্রতিককালের সর্বাধিক জনপ্রিয় বাংলা ছবি 'প্রজাপতি'রও পরিচালক। আর এই ছবি ঘিরে দিনকয়েক আগে যে তর্ক এবং বিতর্ক দানা বাঁধে, তা অজানা নয় কারও। এদিন 'ডান্স বাংলা ডান্স'-এর মঞ্চে বসেই পরিচালক অভিজিতের প্রশংসা করতে গিয়ে মহাগুরু বলেন, "আমি এতদিন ধরে এত সিনেমাতে কাজ করেছি কিন্তু প্রজাপতির মতো এত জনপ্রিয়তা আমি পাইনি। অভিজিতের পরিচালন দক্ষতায় আমি মুগ্ধ।"